ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: ngag dbang bstan 'dzin) (১৬৯৬-১৭৬২) তিব্বতের আমদো অঞ্চলে অবস্থিত ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের (তিব্বতি: བླ་བྲང་བཀྲ་ཤིས་འཁྱིལ་ওয়াইলি: bla-brang bkra-shis-'khyil) চতুর্থ প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন ১৬৯৬ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে র্ঙ্গা-বা (ওয়াইলি: rnga ba) নামক স্থানে স্প্রো-ত্শিগ (ওয়াইলি: spro tshig) নামক পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। শেস-রাব-ব্ক্রা-শিস (ওয়াইলি: shes rab bkra shis) নামক বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। এরপর তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারে ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস (ওয়াইলি: ngag dbang bkra shis) নামক বিহারের দ্বিতীয় প্রধানের নিকট শিক্ষালাভ করেন। বিহারের প্রতিষ্ঠাতা ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস (ওয়াইলি: ngag dbang brtson 'grus) নামক প্রথম 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৭৪৬ খ্রিষ্টাব্দে তিনি এই বিহারের চতুর্থ প্রধানের দায়িত্ব লাভ করেন ও দুই বছর এই পদে থাকেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dorje, Sonam (2012-10)। "Ngawang Tendzin"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-07-16  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)