ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যিন-ব্যেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যিন-ব্যেদ

ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যিন-ব্যেদ (তিব্বতি: ཨོ་རྒྱན་བསྟན་པའི་ཉིན་བྱེདওয়াইলি: o rgyan bstan pa'i nyin byed) (১৮৭৫-১৯০৫) ভূটানে প্রচলিত তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের সপ্তম পে-গ্লিং-র্গ্যাল-স্রাস (ওয়াইলি: pe gling rgyal sras) উপাধিধারী লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যিন-ব্যেদ ১৮৭৫ খ্রিষ্টাব্দে ভূটানের মোং-স্গার (ওয়াইলি: mong sgar) অঞ্চলে দ্গ্রা-মেদ-র্ত্সে (ওয়াইলি: dgra med rtse) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল দ্কোন-ম্ছোগ-দ্বাং-'দুস (ওয়াইলি: dkon mchog dbang 'dus) এবং মাতার নাম ছিল সেং-গে-স্গ্রোল-মা (ওয়াইলি: seng+ge sgrol ma)। শাক্য র্গ্যাল-ম্ত্শান নামক এক বৌদ্ধ ভিক্ষু তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। তিনি কুন-ব্জাং-ছোস-গ্লিং (ওয়াইলি: kun bzang chos gling), স্গার-দ্গোন-ল্হা-খাং (ওয়াইলি: sgar dgon lha khang) , গ্জি-গ্জি-ল্হা-খাং (ওয়াইলি: gzi gzi lha khang) এবং স্পাং-খা-ব্সাম-গ্তান-ছোস-গ্লিং (ওয়াইলি: spang kha bsam gtan chos gling) নামক চারটি সাধনকেন্দ্র স্থাপন করেন। ১৮৯৭ খ্রিষ্টাব্দে এক ভূমিকম্পের ফলে স্গাং-স্তেং-গ্সাং-স্ঙ্গাগ্স-ছোস-গ্লিং (ওয়াইলি: sgang steng gsang sngags chos gling) বৌদ্ধবিহার ক্ষতিগ্রস্ত হলে তিনি বিহারের সংস্কার সাধন করেন। ১৯০৫ খ্রিষ্টাব্দে নোর-বু-স্গাং (ওয়াইলি: nor bu sgang) বিহারে তার মৃত্যু হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Maki, Ariana (এপ্রিল ২০১১)। "The Seventh Gangteng, Orgyen Tenpai Nyinje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১২-২৪ 
পূর্বসূরী
ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যি-মা
ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যিন-ব্যেদ
সপ্তম পে-গ্লিং-র্গ্যাল-স্রাস
উত্তরসূরী
ও-র্গ্যান-'ফ্রিন-লাস-র্দো-র্জে