দাঁতমারা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°৪২′৮″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯১.৭০২২২° পূর্ব / 22.86222; 91.70222
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাঁতমারা
ইউনিয়ন
২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদ
দাঁতমারা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
দাঁতমারা
দাঁতমারা
দাঁতমারা বাংলাদেশ-এ অবস্থিত
দাঁতমারা
দাঁতমারা
বাংলাদেশে দাঁতমারা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°৪২′৮″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯১.৭০২২২° পূর্ব / 22.86222; 91.70222 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ জানে আলম
আয়তন
 • মোট৫৫.০৫ বর্গকিমি (২১.২৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৭,৫২৬
 • জনঘনত্ব৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪২.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দাঁতমারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

আয়তন[সম্পাদনা]

দাঁতমারা ইউনিয়নের আয়তন ১২,৩৬৭ একর (৫০.০৫ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দাঁতমারা ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৭,৫২৬ জন। এর মধ্যে পুরুষ ২৩,৪০০ জন এবং মহিলা ২৪,১২৬ জন। মোট পরিবার ৯,৪৩৬টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

ফটিকছড়ি উপজেলার উত্তরাংশে দাঁতমারা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাগানবাজার ইউনিয়ন, দক্ষিণে নারায়ণহাট ইউনিয়ন এবং পূর্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নরামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পশ্চিমে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন অবস্থিত।

নামকরণ[সম্পাদনা]

জনশ্রুতি আছে যে, কোন এক সময় একটি পাগলা হাতি বড় একটি গাছে দাঁত দিয়ে আঘাত করেছিল। এরপর ঐ গাছকে দাঁতমারা বলা হত। পরবর্তীতে আশে পাশের এলাকা সমূহ দাঁতমারা হিসেবে পরিচিতি লাভ করে। এবং এ নামেই ইউনিয়নের নামকরণ করা হয়। উল্লেখ্য, দাঁতমারা বাজারকে স্থানীয়ভাবে এক সময় সাবর (সাহেবের) হাট বলে ডাকা হত।[২]

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

দাঁতমারা ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামসমূহের নাম
১নং ওয়ার্ড মরাকয়লা, জিলতলী, দমদমা, সুবলছড়ি, কাজী পাড়া, কুমিল্লা পাড়া, কালাকুম, পূর্ব সোনাই, বালুটিলা, মোহাম্মদপুর, নূরপুর, ফুলছড়ি, কড়ই বাগান।
২নং ওয়ার্ড ইসলামপুর, গিলাতলী, ধর্মপুর, হেয়াকো সওদাগর পাড়া, পশ্চিম শিকদারখিল, হেয়াকো মধ্যম পাড়া, চৌধুরী পাড়া, বাংলা পাড়া
৩নং ওয়ার্ড কাঞ্চনা, নিচিন্তা, আধারিয়া টিলা, হোসেনেরখীল, উত্তর বান্দরমারা
৪নং ওয়ার্ড বৌদ্দর থলী, কাঞ্চনা, এনায়েতপুর, মনুয়ারখীল, চুরামনি, দুলাচন, কাছিমারখীল, দাওয়াতের টিলা, বড় বেতুয়া, ছোট বেতুয়া, মোজাহিদপুর, হাজিয়ারখীল, নলুয়ার টিলা, পশ্চিম তারাখো
৫নং ওয়ার্ড খোশাল পাড়া, মুন্সিপাড়া, করলিয়া, বৈদ্যপাড়া, হাতিমারা, সাপমারা, ফারুকিয়াবাদ, ঘরকাটা
৬নং ওয়ার্ড বানিকান্ত মহাজন বাড়ি, সাইদ মোহাম্মদ পাড়া, ফকির পাড়া, মিয়া পাড়া, আজলা পাড়া, আকবর পাড়া, কাজী পাড়া, পূর্ব তারাকো, কার্তিকপুর, মুহুরীখীল
৭নং

ওয়ার্ড

মাস্টার পাড়া, মুন্সিপাড়া, রত্নপুর, উত্তর বারমাসিয়া, সাদীনগর, বড়ইতলী, নমঃপাড়া
৮নং ওয়ার্ড দাঁতমারা, মোহাম্মদপুর, বালুখালী, ফকিরটিলা, একতাপুর, চাপাতলী, পুকুর পাড়া, সোনারখীল, চুরাধন পাড়া, গ্রামপাড়া, খন্দকার পাড়া
৯নং ওয়ার্ড সরকার পাড়া, মুসলিমপুর, নতুন পাড়া, চেলাউজান, ধুলিয়াছড়ি, কেচিয়া, হেয়াকো পূর্ব পাড়া, মুসলিম পাড়া, অলীপুর

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দাঁতমারা ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৯%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি দাখিল মাদ্রাসা, ২৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ[৩]
  • হেয়াকো বনানী ডিগ্রী কলেজ
মাধ্যমিক বিদ্যালয়[৪]
মাদ্রাসা[৫]
প্রাথমিক বিদ্যালয়
  • ইসলামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বারমাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করলিয়া এম কে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চেলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জিলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তারাকো বনরূপা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তারাকো রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দাঁতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধুলিয়াছড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফারুকিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড়ইতলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বালুটিলা আবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাংলাপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিজয় স্মরণী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মনুয়ারখীল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রত্নপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সোনারখীল এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হেয়াকো সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

দাঁতমারা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল নাজিরহাট-বাগানবাজার সড়ক এবং ফটিকছড়ি-বাগানবাজার সড়ক। এছাড়া সড়ক পথে ঢাকা-খাগড়াছড়ি জেলা রোডের ফেনী জেলা হয়ে বারইয়ারহাট টু করেরহাট ক্রস করে সামনে আসলেই দাঁতমারা ইউনিয়ন এরিয়াতে প্রবেশ করতে হয়।ওদিকে জেলা শহর চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে সরাসরি দাঁতমারা ইউনিয়নের উপর দিয়ে হেয়াকো টু বাগান বাজার সড়ক পথে বাস সার্ভিস রয়েছে। এখানে প্রায় সব ধরনের সড়ক যোগাযোগ বাহন পাওয়া যায়।তবে সিএনজি চালিত অটোরিক্সা,ভাড়ায় মোটর বাইক,ব্যাটারি চালিত রিক্সার প্রচলন বেশী।

খাল ও নদী[সম্পাদনা]

দাঁতমারা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গজারিয়া খাল। দক্ষিণ জিলতলী থেকে শুরু হয়ে যুক্ত হয়েছে ফেনী নদীর সাথে। যাহা কয়লা খাল নামে পরিচিত [৬]

হাট-বাজার[সম্পাদনা]

দাঁতমারা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হলো বালুটিলা বাজার, জিলতলী বাজার, হেয়াকো বাজার, দাঁতমারা বাজার, শান্তিরহাট বাজার, নয়াবাদী বাজার, মুন্সিপাড়া বাজার এবং বড়বেতুয়া বাজার।[৭]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

দাঁতমারা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]

  • দাঁতমারা রাবার বাগান
  • নিউ দাঁতমারা চা বাগান
  • সেলফি রোড
  • BFIDC অফিস।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ আবদুল মালেক চৌধুরী ১৯৬৩-১৯৬৬
০২ আবু তালেব চৌধুরী ১৯৬৭-১৯৭১
০৩ হাঁচি মিয়া ক্যাপ্টেন (ভারপ্রাপ্ত) ১৯৭১-১৯৭২
০৪ কাজী সিরাজুল ইসলাম ১৯৭৩-১৯৭৭
০৫ আবদুল জব্বার চৌধুরী ১৯৭৮-১৯৮২
০৬ আবদুল মালেক চৌধুরী ১৯৮৩-১৯৮৭
০৭ ইউসুফ জাফর চৌধুরী শাহীন ১৯৮৮-১৯৯২
০৮ কাজী সিরাজুল ইসলাম ১৯৯৩-১৯৯৭
0৯ ইউসুফ জাফর চৌধুরী শাহীন ১৯৯৮-২০০২
১০ মাওলানা হাবীব আহমদ ২০০৩-২০১০
১১ মোঃ জানে আলম ২০১১-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "দাঁতমারা ইউনিয়নের ইতিহাস - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭ 
  3. "কলেজ - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  5. "মাদ্রাসা - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  6. "খাল ও নদী - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭ 
  7. "হাট বাজার - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭ 
  8. "দর্শনীয়স্থান - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]