আর্নস্ট অটো ফিশার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্নস্ট অটো ফিশার
আর্নস্ট অটো ফিশার
জন্ম১০ নভেম্বর ১৯১৮
মৃত্যু২৩ জুলাই ২০০৭(2007-07-23) (বয়স ৮৮)
মিউনিখ, জার্মানি
জাতীয়তাজার্মানি
মাতৃশিক্ষায়তনটেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ
পরিচিতির কারণজৈব-ধাতব রসায়ন
ফেরোসিন
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৭৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহটেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ
ডক্টরাল উপদেষ্টাওয়াল্টার হিবার

আর্নস্ট অটো ফিশার একজন জার্মান রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৭৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

ফিশার ১৯১৮ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪১ সালে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ এ রসায়ন পড়া শুরু করেন। তিন ১৯৪৯ সালে গ্র্যাজুয়েট হন। তিনি ১৯৫২ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৫ সালে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ এ লেকচারার হিসেবে নিযুক্ত হন এবং ১৯৫৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।