তিরহুত বিভাগ

স্থানাঙ্ক: ২৬°০৪′ উত্তর ৮৫°২৭′ পূর্ব / ২৬.০৭° উত্তর ৮৫.৪৫° পূর্ব / 26.07; 85.45
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(তিরহূত বিভাগ থেকে পুনর্নির্দেশিত)
তিরহূত বিভাগ, বিহার
तिरहुत प्रमंडल, बिहार
বিহারের মানচিত্রে তিরহূত বিভাগের অবস্থান
প্রতিষ্ঠা১৯০৮
জেলাপশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, মুজফফরপুর, সীতামঢ়ী, শিওহরবৈশালী জেলা
সদরমজফফরপুর
জনসংখ্যা২১,৩৫৬,০৪৫
ওয়েবসাইটtirhut-muzaffarpur.bih.nic.in/history.htm

তিরহূত বিভাগ বা ত্রিহুত হল ভারতের বিহার রাজ্যের একটি প্রশাসনিক বিভাগ। এই বিভাগের সদর শহর মজফফরপুরপশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, মুজফফরপুর, সীতামঢ়ী, শিওহরবৈশালী জেলা – এই ছয়টি জেলা নিয়ে তিরহূত জেলা গঠিত।

তিরহূত বিভাগের পশ্চিম চম্পারণ জেলা থেকে ১৯১৬ সালে মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন। এই বিভাগ রাজেন্দ্রপ্রসাদ, জে. বি. কৃপালনি ও জয়প্রকাশ নারায়ণের ‘কর্মভূমি’ নামে পরিচিত। বিশিষ্ট লেখক জর্জ অরওয়েল এই বিভাগের মোতিহারি শহরে জন্মগ্রহণ করেছিলেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Tirhut Division