উইকিপিডিয়া:সম্মিলন/ঢাকা ২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা শহর ঢাকা সম্মেলন ২


পরবর্তী: পরিকল্পনা চলছে
পূর্ববর্তী:
এই বাক্স: দেখুন  আলোচনা  সম্পাদনা

ঢাকা শহরে অনেক উইকিপিডিয়ান থাকেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কখনও দেখা সাক্ষাৎ হয় না। আমরা কয়েকজন উইকিপিডিয়ান এর আগে অনানুষ্ঠানিক ভাবে মিলিত হলেও উইকিপিডিয়ানের সংখ্যা এক হালির চেয়ে বেশী হয় নি। তাই এবারই প্রথম চেষ্টা করছি আনুষ্ঠানিক বা বড় করে অনানুষ্ঠানিক কিছু একটা করার যাতে ঢাকা শহরে বসবাসরত উইকিপিডিয়ানদের একটা মিলন ঘটানো যায়।

কী, কেন, কোথায়, কবে, কখন, কোথায়, কারা, কীভাবে?[সম্পাদনা]

  • কী?: ঢাকায় স্থানীয় উইকিপিডিয়ানদের সম্মিলন
  • কেন?: ৯ই আগস্ট ২০০৭ উইকিক্যাম্প আয়োজন সম্পর্কিত আলোচনা এবং কিছু নিবন্ধ অনুবাদ
  • কবে?: ২৮ই জুলাই, শনিবার, ২০০৭ (আলোচনার পাতায় মতামত দিন)
  • কখন?: বিকেল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:০০ (আলোচনার পাতায় মতামত দিন)
  • কোথায়?: বাংলা উইকি গ্রুপ অফিস (বিস্তারিত ঠিকানা)
  • কারা?: সকল বাংলা এবং ইংরেজি ভাষার স্থানীয় উইকিপিডিয়ানগণ এবং ইচ্ছুক সকলে
  • কীভাবে?: (আলোচনার পাতায় মতামত দিন)


নিচের যে কোনও পরিচ্ছেদে #--~~~~ যোগ করে সম্মিলন সম্পর্কে আপনার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটান। ধন্যবাদ।

উইকিপিডিয়ান যারা অবশ্যই অংশ নিবেন[সম্পাদনা]

  1. -- বেলায়েত ০৫:৫৩, ২৬ জুন ২০০৭ (UTC)
  2. -- mak ০৮:২৭, ২৮ জুলাই ২০০৭ (UTC)

উইকিপিডিয়ান যাদের অংশ নেওয়ার ইচ্ছা আছে[সম্পাদনা]

  1. -- মুহাম্মদ ১৩:৪৩, ২১ জুলাই ২০০৭ (UTC) (অংশ নেয়ার ইচ্ছা ছিল। কিন্তু আগামীকাল থেকেই মিড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। শেষ হবে ২৯ তারিখে। তাই সম্ভবত আসতে পারবোনা। শুভ কামনা রইল।)

উইকিপিডিয়ান যারা অংশ নিতে চান না[সম্পাদনা]

সম্মিলনে যা হল[সম্পাদনা]

দুঃখজনক, এ বারের সম্মিলনের কোন ছবি আমরা তুলতে পারিনি ক্যামেরার অভাবে। তবে এবারে আমাদের সাথে ছিলেন মাহে আলম খান। আরও যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে তারিফ এজাজ, রাজিবুল, বেলায়েত অন্যতম।

যদিও তারিফ এবং রাজিবুল দেরিতে সম্মিলনে যোগ দেন তারপরও যা যা হয়েছে তা হল

  • শাহবাগ নিবন্ধের প্রায় সম্পূর্ণ অংশ বাংলায় করা হয়েছে। বেলায়েত তা উইকিপিডিয়ায় উইকিপ্রকল্প অফলাইন সম্পাদনা প্রকল্পের আওতায় পোষ্ট করবেন।
  • সজল চীনের প্রাচীর অনুবাদ করতে বসে বেশি দুর আগাতে পারেননি, নিবন্ধটিতে দুর্বোধ্য ইংরেজী থাকার কারণে।
  • কারিগরি সমস্যার কারণে গান্ধীর নিবন্ধটি শুরু করা যায়নি। কারণ রাজিবুল সম্পূর্ণ নিবন্ধ প্রিন্ট করে আনতে ব্যর্থ হয়েছেন।
  • বেলায়েত এর উইকিম্যানিয়াতে অংশগ্রহণ করতে যাওয়ার কারণে সকলে ৯ই আগস্টের উইকিক্যাম্পকে পিছিয়ে দিতে পরামর্শ দেন।
  • ৯ই আগস্টের উইকিক্যাম্প না হলেও ১১ই আগস্ট পরবর্তী সম্মিলন আয়োজনে সবাই সম্মত হন।
  • পুরি, পিয়াজু, বেগুনী মিস নাই, তবে সাথে এবার চা ও ছিল।

আগামী আয়োজন[সম্পাদনা]

ঢাকা সম্মিলন ৩ - ১১ই আগস্ট ২০০৭