আলাপ:আলফ্রেড রাসেল ওয়ালেস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই নিবন্ধ উন্নয়নে যা যা করতে পারেন[সম্পাদনা]

  1. লাল লিংকগুলোতে ক্লিক করে সেগুলো নিয়ে নিবন্ধ তৈরি করতে পারেন। তবে মনে রাখবেন, নতুন নিবন্ধগুলো যেন অবশ্যই উইকিপিডিয়ার নীতি মেনে চলে- অন্তত তাদের যেন, একটি সুন্দর ভূমিকা, যথাযথ তথ্যসূত্র, বিষয়শ্রেণী, আন্তঃউইকি সংযোগ থাকে এবং কোন লাল লিংক না থাকে।
  2. বানান ঠিক আছে কিনা দেখতে পারেন এবং ভুল বানানগুলো সংশোধন করে দিতে পারেন।
  3. বাক্য গঠনে ভুল থাকলে শুধরে দিতে পারেন।
  4. কোন শব্দে লিংক থাকা উচিত, কিন্তু নেই, এমন হলে লিংক দিয়ে দিন, তবে লিংকটি যেন লাল না হয়। -- মুহাম্মদ (আলাপ) ০৮:৪২, ১৮ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:আলফ্রেড রাসেল ওয়ালেস/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: WAKIM (আলাপ · অবদান) ১০:১৪, ৩০ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


কিছু সংশোধনীর পরামর্শ[সম্পাদনা]

নিবন্ধটি সামগ্রিকভাবে সুলিখিত। তবে এতে বেশ কিছু ইংরেজি বইয়ের নাম ও উক্তি ইংরেজি ভাষাতেই রয়ে গেছে। বইয়ের নামগুলো বাংলায় লিখে বন্ধনীতে ইংরেজি নামটি যোগ করুন। উক্তির ক্ষেত্রে বেশ কয়েকটি উক্তির বঙ্গানুবাদ রয়েছে, কেবল সেটাই রাখুন আর ইংরেজি অংশটুকু যদি রাখতে হয় তবে তা মূল নিবন্ধে না রেখে টীকা পরিচ্ছেদে যোগ করুন। যে উক্তিগুলো বঙ্গানুবাদ করা হয়নি, সেগুলো বঙ্গানুবাদ করতে হবে। কয়েকটি তথ্যসূত্রে ত্রুটি দেখাচ্ছে অপ্রয়োজনীয় পরামিতিগুলো বাদ দিলেই তা ঠিক হয়ে যাবে।--ওয়াকিম (আলাপ) ১০:১৪, ৩০ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মহীন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। - নকীব সরকার বলুন... ০৩:০৮, ৬ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনার অগ্রগতি[সম্পাদনা]

প্রিয় WAKIM, Nokib Sarkar, Moheen
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১২:১৪, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]