চাঁদের মত বউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাঁদের মতো বউ
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকমোহাম্মদ হোসেন
প্রযোজকগ্রামীণ কথাচিত্র
রচয়িতামুজতবা সউদ
শ্রেষ্ঠাংশেরিয়াজ
শাবনুর
নিপুন
এটিএম শামসুজ্জামান
ডলি জহুর
মিশা সওদাগর
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
আলম খান
আলী আকরাম শুভ
চিত্রগ্রাহকআসাদুজ্জামান মজনু
সম্পাদকমুনির হোসেন আবুল
পরিবেশকগ্রামীণ কথাচিত্র
মুক্তি২০০৯
স্থিতিকাল১৩৮ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

চাঁদের মত বউ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী বাংলা নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন এবং প্রধান ভুমিকায় অভিনয় করেছেন রিয়াজ, শাবনুরনিপুন। এছাড়াও কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ডলি জহুরমিশা সওদাগর

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সম্মাননা[সম্পাদনা]

চাঁদের মত বউ চলচ্চিত্রটি ২০০৯ সালে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা পার্শ্বচরিত্রে অভিনেত্রী পুরস্কারসহ মোট দুটি পুরস্কার লাভ করে।[১][২][৩]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার[সম্পাদনা]

  • সেরা পার্শ্বচরিত্রে অভিনেত্রী: নিপুন
  • সেরা সংলাপ রচয়িতা: মুজতবা সউদ

সংগীত[সম্পাদনা]

চাঁদের মত বউ চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলম খান ও আলী আকরাম শুভ। ছবিতে মোট ছয়টি গান রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দৈনিক জনকন্ঠে প্রকাশিত ২০০৯ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। ২০১৪-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৭ 
  2. http://www.banglanews24.com/beta/printpage/page/262033.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯
  3. http://www.banglanews24.com/beta/printpage/page/262594.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

বহিঃসংযোগ[সম্পাদনা]