আর্নোড ভ্যান দুর্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আর্নোড ভ্যান দুর্ন (ওলন্দাজ: Arnoud Van Doorn) একজন প্রাক্তন রাজনিতিবিদ যিনি গিয়ার্ট ওয়াইল্ডার্সের ইসলামবিরোধী রাজনৈতিক দল "ডাচ ফ্রিডম পার্টি (পিভিভি)"র সক্রিয় সদস্য ছিলেন| ওয়াইল্ডার্সের ইসলাম বিরোধী তথ্যচিত্র "ফিতনা"র পরিবেশনা ও বিপণনে তিনি সহায়তা করেছিলেন|[১] চলচ্চিত্রটির প্রতিক্রিয়ায় বিভিন্ন স্থানে মুসলিমদের চলমান প্রতিবাদ দেখে তিনি ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং ২০১৩ সালে তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের কথা গণমাধ্যমে প্রকাশ করেন| একই বছর তিনি হজ্জ পালন করেন|[২] পরবর্তী বছর ২০১৪ তে তার অণুপ্রেরণায় তার বড় ছেলে ইসলাম গ্রহণ করেন|

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Arnoud van Doorn: from anti-Islamic film-maker to hajj pilgrim"The Guardian UK। ২৩ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৪ 
  2. "হজ্জ করলেন ইসলাম বিদ্বেষী ছায়াছবি 'ফিতনা'র পরিচালক"। ২৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫