আলাপ:হুমায়ূন আহমেদের গ্রন্থতালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছবির ক্যাপশন[সম্পাদনা]

ছবির ক্যাপশান দেখা যাচ্ছে না। সমস্যাটা কী?-Faizul Latif Chowdhury (আলাপ) ১০:৫৬, ২০ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আমিতো তিনটি ছবিরই ক্যাপশন দেখতে পাচ্ছি। --নাসির খান সৈকতআলাপ ১৫:৩৬, ২০ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
জয়ন্ত ঠিক করে দিল। ক'দিন ধরেই সমস্যাটা দেখছিলাম। কী ক'রে যে ঠিক করলো সে অবশ্য জানি না। আরো ক'টি পাতায়ি এখনো আছে। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:০৭, ২০ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

পাতার বিষয়বস্তু[সম্পাদনা]

পাতার শিরোনামের সাথে বিষয়বস্তুর ঠিক মিল খুঁজে পেলাম না। এখানে বিভিন্ন প্রকাশনার বিজ্ঞাপন দেয়া হচ্ছে??? তাও আবার মূল্য তালিকা সহকারে?? এটা কি উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে মিলে??

Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Meraj-এর সাথে একমত । নিবন্ধটি সম্ভবত বিজ্ঞাপনধর্মী এবং উইকিপিডিয়ার বচনাশৈলী অনুসরণ করে লেখা হয় নি। এর সংস্কার প্রয়োজন। আর গ্রন্থতালিকার নিবন্ধ সম্ভবত বছরের ক্রমানুসারে রচিত হবার কথা প্রকাশনা অনুসারে নয়। এটা দেখতে অনুরাগী সাইটের মতোন মনে হয়। --মহীন রীয়াদ (আলাপ) ০৫:১৭, ১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম পাতাটিতে ধ্বংসাত্মক প্রবণতা[সম্পাদনা]

হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম নামীয় পাতাটিতে - যার আকার ৫৩৪৫১ কেবি - গায়েব করে দেয়া হয়েছে। সম্পাদনার নামে এ ধরণের অর্বাচীনতা অনুমোদন করা যায় না। ব্যবহারকারী:Ibrahim Husain Meraj সতর্ক করছি যে ভবিষ্যতে এ ধরণের অবিবেচনাপ্রসূত তৎপরতা দেখা গেলে তার কর্মকাণ্ড অবাঞ্চিত ঘোষণা করা হবে। - Faizul Latif Chowdhury (আলাপ) ০৩:২৩, ২৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফয়জুল সাহেব, নিবন্ধটিতে প্রকাশকদের ঠিকানা, ফোন নম্বর ও ইমেল দেওয়া ঠিক হয়নি। সমস্ত বইগুলিকে একটি টেবিলে এনে প্রকাশকের একটি কলাম করে দিলেই মনে হয় ঠিক হয়। বইয়ের মূল্য লিখে দেওয়াও ঠিক নয়। এইরকম ভাবে লিখলে বিজ্ঞাপনের আওতায় পড়ে যায়। আমার মনে হয়, ব্যাপারটা মহীন ভাইয়ের চোখে বিজ্ঞাপনের মতনই মনে হয়েছিল বলে ইব্রাহীম ভাই সেই কারণেই নিবন্ধটিকে অন্য রকম করে বানানোর চেষ্টা করছিলেন। এই বিষয়ে এই আলাপ পাতায় তিনি আগেই আলোচনা করেছেন। তিনি কিন্তু আপনার লেখা গায়েব করেননি, মূল কোডে আপনার পুরো লেখাটি ছিল শুধু লুকোনো অবস্থায় ছিল। ইব্রাহীম ভাই বহুদিন ধরে উইকিকে মানসম্মত অবস্থায় আনার জন্য শ্রম দিয়ে চলেছেন, আশা করি আপনি তাঁর ওপর বিরূপ হবেন না। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:৩৪, ২৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমি প্রকাশকদের ফোন, ইমেল ইত্যাদি সরিয়ে সব বইগুলিকে একটি টেবিলে এনে দিলাম। বইয়ের মূল্য গুলি এখনো সরাইনি। তবে মূল্য কলামটি আমি সরিয়ে দেওয়ার পক্ষে। যাই হোক, ফয়জুল সাহেব, ইব্রাহীম ভাইমহীন রীয়াদ এই ব্যাপারে আলোচনা করর সিদ্ধান্ত নিলেই ভালো হয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:২০, ২৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
মূল্য তালিকাটি সড়িয়ে দিয়েছি যদিও আলোচনাটি এখনই চোখে পড়লো। মূল্য তালিকাটি দেখতে যথেষ্ঠ বিজ্ঞাপণ বিজ্ঞাপণ মনে হচ্ছে। মূল্য তালিকা, ইমেলই ফোন নম্বরসহ টেবিল সাধারণত বই বিক্রির ওয়েবসাইট গুলাতে থাকে। এগুলো কখনোই বিশ্বকোষের অংশ হওয়ার যোগ্য নয়। Faizul ভাই দুখিঃত, আপনার এই “সতর্ক করছি যে ভবিষ্যতে এ ধরণের অবিবেচনাপ্রসূত তৎপরতা দেখা গেলে তার কর্মকাণ্ড অবাঞ্চিত ঘোষণা করা হবে।” মন্তব্য একজন নিয়মিত ব্যবহারকারীর জন্য বেশ আপত্তিকর, আমরাতো আর রাজনীতির ময়দানে নামিনি শুধুমাত্রই একটি বিশ্বকোষ সম্বৃদ্ধ করতে এসেছি। ভাষা একটু নমনীয় হওয়াই কি যুক্তিসংগত নয়?--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫৪, ২৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  • প্রথমেই ব্যবহারকারী:Ibrahim Husain Meraj সতর্ক করছি যে ভবিষ্যতে এ ধরণের অবিবেচনাপ্রসূত তৎপরতা দেখা গেলে তার কর্মকাণ্ড অবাঞ্চিত ঘোষণা করা হবে। এমন কথা শুনে বেশ খারাপ লাগলো। পাতাটিতে - যার আকার ৫৩৪৫১ কেবি - গায়েব করে দেয়া হয়েছে। লেখা গুলো আসলে লুকানো অবস্থায় ছিলো। এবং বোধিসত্ত্ব দাদাকে ধন্যবাদ।
  • হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম বলতে আমি তার লেখা ও পরিচালিত সকল বই, চরিত্র, গান, নাটক, চলচ্চিত্রকে বুঝি। তাই আমার সম্পাদনায় এর প্রতিফলন করার চেষ্টা করেছি মাত্র। যা এই নিবন্ধের আগের সংকলনে বা সম্পাদনায় ছিলো না। পূর্বের সম্পাদনায় শ্রদ্ধেয় ফয়জুল সাহেব শুধুমাত্র প্রকাশকওয়ারী গ্রন্থের বিবরণ দিয়েছেন যাতে তিনি মোট ১৮টি প্রকাশক সংস্থার নাম, ঠিকানা, ফোন, মোবাইল নং, ফ্যাক্স, ইমেইল উল্লেখপূর্বক এসব প্রকাশক সংস্থা কর্তৃক প্রকাশিত হুমায়ূন আহমেদের বইয়ের তালিকা দিয়েছেন। এই বইয়ের তালিকায় ছিলো বইয়ের নাম, প্রকাশকাল, সর্বশেষ মূদ্রণ, মূল্য ও আইএসবিএন। আমার দৃষ্টিতে নিবন্ধের সাথে তার বিষয়বস্তু পুরোপুরি মেলে না, যা উল্লেখ করে আলাপ পাতায় একটি বিষয়ও যোগ করেছিলাম এবং সম্পাদক মহীন রীয়াদ ভাই তাতে একমত পোষণও করেছিলেন। তাই পরবর্তিতে আমি হুমায়ূন আহমেদ নিবন্ধ থেকে তার সৃষ্টিকর্ম সম্পর্কিত অংশগুলো যোগ করে সম্পাদনা করি, যাতে নিবন্ধটি উইকিপিডিয়ার রচনাশৈলী মত হয়। আমি আশা করবো, প্রশাসকগণ এই নিবন্ধটির দিকে একটু নজর দিয়ে তা মানসম্মত অবস্থায় আনবেন এবং সকল বিতর্কের অবসান ঘটাবেন। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১০:১৭, ২৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়ার অন্যসব পাতার সঙ্গে সামঞ্জস্য রেখে এটিকে হুমায়ূন আহমেদের গ্রন্থতালিকা নামে স্থানান্তর করা উচিত। (উদাহরণ) ~মহীন (আলাপ) ০৬:২৮, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]