হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড
হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড, ১৯১৪
জন্মমার্চ ১২, ১৮৭০
ইলিনয়, যুক্তরাষ্ট্র
মৃত্যু৩১ ডিসেম্বর ১৯২০(1920-12-31) (বয়স ৫০)
একটি ট্রেনে - শিকাগো থেকে ওয়াশিংটন ডিসি
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনজনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহইয়েল বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাজোসিয়াহ উইলার্ড গিবস
হেনরি অগাস্টাস রোল্যান্ড
ডক্টরেট শিক্ষার্থীLeigh Page
হ্যারি নিকুইস্ট
জন স্টুয়ার্ট ফস্টার

হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড একজন মার্কিন পদার্থবিজ্ঞানী।

জীবনী[সম্পাদনা]

বামস্টিড ১৮৭০ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৮৯১ সালে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি লাভ করেন। তিনি ১৮৯৭ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৮৯৩ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় এর শেফিল্ড সায়েন্টিফিক স্কুল এ প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯০০ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]