আলাপ:ন্যানোপ্রযুক্তি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ন্যানোপ্রযুক্তি এর উপর একটি টিউটোরিয়াল তৈরী করছি। এখানে কিভাবে সংযোগ করা যায়? http://www.youtube.com/view_play_list?p=8A6985329AD39F4D ড. মশিউর


আমি ড. মশিউর রহমান প্রবন্ধটি লিখেছিলাম। ন্যানোপ্রযুক্তির উপর একটি বাংলাপ্রত্রিকায় লেখাটি লিখেছিলাম। সেটিই উইকিপিডিয়াতে সংযুক্ত করেছি। ভবিষ্যতে উইকিপিডিয়ার ফরম্যাট ও নিয়মঅনুসারে উন্নয়ন করব। --Mashiur.rahman (talk) ০৬:৫৫, ১৮ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]


কেমন যেন ইনফর্মাল ভাবে লেখা বলে আমার কাছে মনে হচ্ছে। প্রচুর বানান ভুল। সংশোধনের প্রয়োজন। --মাকসুদ ২০:৪৯, ৯ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি http://www.biggani.com (পূর্বে এটি সম্ভবত e-kobi.net নামে ছিলো) সাইটের নানোটেকনলজি নামক অংশ থেকে কপি পেস্ট করা হয়েছে। নিবন্ধের ইতিহাসে প্রতীয়মান হয় যে, অজানা কেউ এটি করেছেন। অর্থ্যাৎ সাইটিটর (ব্লগ বলল ভাল হয়) লেখকদ্বয় ডঃ মশিউর রহমান কিংবা ড. শাফিউল ইসলাম নিজেরা এটি কপি পেস্ট করেন নি বলে ধরে নেয়া যায়। তাছাড়া, সাইটটির কোথাও তাদের লেখাগুলোর কপিরাইট সম্পর্কিত ভালো-মন্দ কিছু আমি পাইনি। সর্বোপরি, উইকিপিডিয়াতে ন্যানোপ্রযুক্তির English সংষ্করণের সাথে বাংলা নিবন্ধটির মিল নেই, যা সাধারনত বৈজ্ঞানিক নিবন্ধের ক্ষেত্রে বিরল। অতএব, নিবন্ধটি থাকুক কিন্তু অনুচ্ছেদগুলো মুছে ফেলা হোক। অথবা ড. মশিউর রহমান (যিনি একজন ন্যানোপ্রযুক্তিবিদ) কে অনুরোধ করা যেতে পারে, তিনি যেন বাংলা উইকিপিডিয়ার জন্য, তাঁর লেখাটি একটু ঘুরিয়ে English সংষ্করণটির মত করে লিখে অন্তর্ভুক্ত করেন। --mak ২১:৩৫, ৯ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]