ব্যবহারকারী আলাপ:Motiur Rahman Oni

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবারো স্বাগতম![সম্পাদনা]

প্রিয়, মতিউর রহমান অনি, উইকিপিডিয়ায় আপনাকে আবারো স্বাগত জানাচ্ছি। আপনি সম্প্রতি পটাসিয়াম যৌগসমূহের কিছু নিবন্ধ রচনা করেছেন। নতুন হিসেবে আপনার কাজ ভালো হচ্ছে। চালিয়ে যান। কোনো প্রয়োজন পড়লে আমার আলাপ পাতায় আসতে ভুলবেন না। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা সুখকর হোক। ঈদ এবং পূজোর শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন। --মহীন রীয়াদ (আলাপ) ০৩:১৫, ১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দশম প্রতিষ্ঠাবার্ষিকী-বৃত্তি[সম্পাদনা]

রোলব্যাক[সম্পাদনা]

সুপ্রিয়, Motiur Rahman Oni শুভেচ্ছা নিবেন। আপনার সম্পাদিত রোলব্যাক লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আপনি টুইংকল ব্যবহার করে রোলব্যাক করছেন। যেটি অবশ্য করা উচিৎ ছিল (রোলব্যাক অধিকার প্রাপ্তির পূর্বে) পূর্বাবস্থায় আনো এরপর সংরক্ষণ করুন। কারণ আপনাকে বুঝতে হবে যে, সবগুলি সম্পাদনা কিন্তু identified as vandalism নয়। ধন্যবাদ আপনাাকে।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৮:৩৯, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট যোগ[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় বিজ্ঞান বিষয়ক নিবন্ধের উপর অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাকে প্রায় ১০০টির বেশি নিবন্ধে টেমপ্লেট যোগ করতে দেখলাম। যেটি হাতে করা অত্যান্ত দুরূহ কাজ। ভবিষ্যতে যদি এই রকম গণহারে টেমপ্লেট/বিষয়শ্রেণী যোগ করার প্রয়োজন হয়, তাহলে আমারে জানাবেন। আমি বট দিয়ে তা করে দিব। --আফতাব (আলাপ) ১৫:০৯, ২৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে![সম্পাদনা]

প্রিয় Motiur Rahman Oni, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে info@wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
-আয়োজক কমিটি

টেমপ্লেট:উইকিপ্রকল্প বছরের দিনসমূহ ব্যবহার প্রসঙ্গে[সম্পাদনা]

টেমপ্লেট:বাংলা মাস সম্পাদনার জন্য আপনাকে ধন্যবাদ। তারিখের পাতাসমূহের আলাপ পাতায় অনুগ্রহপূর্বক {{আলাপ পাতা}} এর পরিবর্তে {{উইকিপ্রকল্প বছরের দিনসমূহ}} ব্যবহার করুন। --মহীন রীয়াদ (আলাপ) ১০:৫১, ২২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

একটু একটু করে বাংলা মাসের দিনের নিবন্ধগুলিতে জন্ম, মৃত্যুর তারিখ বের করে যোগ করা কষ্টকর। আপনি এটা আরেকভাবে করতে পারেন। আজকের ইংরেজি তারিখের লেখা আপনি আজকের বাংলা তারিখের নিবন্ধে যোগ করতে পারেন। যেমনঃ আজকের ২২ ফেব্রুয়ারি -> বাংলা ১০ ফাল্গুন। পাশাপাশি পারলে সেসব নিবন্ধে ইংরেজি উইকি দেখে আরো জন্ম, মৃত্যুর তারিখ যোগ কইরেন। আফতাব (আলাপ) ১৯:১৭, ২২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা এভাবেও তো করা যায়। আপনাকে ধন্যবাদ। --Motiur Rahman Oni (আলাপ) ১৯:২৪, ২২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
কোন ইংরেজি তারিখ কোন বাংলা তারিখ নির্দেশ করে তা বের করতে ভুল কইরেন না। আপনি টেমপ্লেট:BENGALIDATEএ যেয়ে "উৎস দেখুন" এ ক্লিক করে কোন ইংরেজি তারিখ = কোন বাংলা তারিখ তা পেতে পারেন। আফতাব (আলাপ) ১৯:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
কাজগুলো আরও সহজ হয়ে গেল। আফতাব, আপনাকে আবারও ধন্যবাদ।--Motiur Rahman Oni (আলাপ) ০৩:২১, ২৩ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

স্বয়ংক্রিয় পরীক্ষণ[সম্পাদনা]

হ্যালো Motiur Rahman Oni, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা প্যাট্রোল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০২, ১৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় নাহিদ, আপনাকে ধন্যবাদ। --Motiur Rahman Oni (আলাপ) ১৮:৪৬, ১৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রসায়ন তারকা![সম্পাদনা]

রসায়ন তারকা
প্রিয় অনি, উইকিপ্রকল্প রসায়ন সম্পর্কিত নিবন্ধ এবং টেমপ্লেটসমূহে চমৎকার অবদানের জন্য আপনাকে এই পদক প্রদান করা হল। আশা করবো ভবিষ্যতেও নিয়মিত অবদান রাখার মধ্য দিয়ে বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণ এবং মানোন্নয়নে সহায়ক হবেন। আপনার উইকি সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১২:০০, ২৪ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Dear Reeyad, Thank you. Getting a medal in Wikiproject Chemistry is encouraging. --Motiur Rahman Oni (আলাপ) ১২:০৯, ২৪ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নিরীক্ষক[সম্পাদনা]

হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "পরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের সীমাবদ্ধতাসহ সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।

মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।

আরো দেখুন:

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০৫, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নির্বাচিত ছবি[সম্পাদনা]

একটা আজকের নির্বাচিত ছবির টেমপ্লেটের সম্পাদনা সারাংশে আপনি "FI/VI/QI নয়" বিষয়টা উল্লেখ করেছেন। এই বিষয়ে আমার পূর্বে জানা ছিল না। তাই তথ্য দিলে ভবিষ্যতে ভুল হবে না। Intakhab (আলাপ) ১২:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

(Sorry for writing in English.) Images of POTD category must be a Featured pictures (FI) or Quality images (QI) or Valued images (VI). --অনি (আলাপ) ০৯:২৭, ১০ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

শুভ নববর্ষ, Motiur Rahman Oni![সম্পাদনা]

--Iqsrb722 (আলাপ) ০৬:০০, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)[সম্পাদনা]

সুপ্রিয় Motiur Rahman Oni,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ইদ মোবারক![সম্পাদনা]

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ঈদ শুভেচ্ছা[সম্পাদনা]

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় Motiur Rahman Oni,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Motiur Rahman Oni,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Motiur Rahman Oni,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]