বরগুনা সদর উপজেলা

স্থানাঙ্ক: ২২°৯′৯″ উত্তর ৯০°৭′২৩″ পূর্ব / ২২.১৫২৫০° উত্তর ৯০.১২৩০৬° পূর্ব / 22.15250; 90.12306
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বরগুনা সদর
উপজেলা
মানচিত্রে বরগুনা সদর উপজেলা
মানচিত্রে বরগুনা সদর উপজেলা
স্থানাঙ্ক: ২২°৯′৯″ উত্তর ৯০°৭′২৩″ পূর্ব / ২২.১৫২৫০° উত্তর ৯০.১২৩০৬° পূর্ব / 22.15250; 90.12306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরগুনা জেলা
আয়তন
 • মোট৪৫৪.৩৯ বর্গকিমি (১৭৫.৪৪ বর্গমাইল)
জনসংখ্যা [১]
 • মোট২,৩৭,৬১৩
 • জনঘনত্ব৫২০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৪ ২৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বরগুনা সদর বাংলাদেশের বরগুনা জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

উত্তরে বেতাগী উপজেলা, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাপটুয়াখালী সদর উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগরআমতলী উপজেলা, পূর্বে আমতলী উপজেলা, পশ্চিমে পাথরঘাটা উপজেলাবামনা উপজেলা

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

বরগুনা সদর থানা উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮২ সালে; সাথে এটি পৌরসভার মর্যাদা পায়। ১০টি ইউনিয়ন, ৬২টি মৌজা, ১৯৯টি গ্রাম নিয়ে বরগুনা সদর উপজেলা গঠিত।

বরগুনা সদর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বরগুনা সদর থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

ইতিহাস[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা সদর উপজেলার মোট জনসংখ্যা ২,৬১,৩৪৩ জন। এর মধ্যে পুরুষ ১,২৮,৫৮০ জন এবং মহিলা ১,৩২,৭৬৩ জন। মোট পরিবার ৬২,৫৩৭টি।[২]

শিক্ষা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা সদর উপজেলার সাক্ষরতার হার ৫৮.৬%।[২]

অর্থনীতি[সম্পাদনা]

বরগুনা জেলার মূল অর্থনীতি কৃষি কাজ ও মাছ ধরা।

বিবিধ[সম্পাদনা]

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ১টি।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বরগুনা সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫ 
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]