উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া ১৫

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপিডিয়া ১৫
প্রধান পাতা

অফলাইন কার্যক্রম
আলোচনা ও নিবন্ধ সমৃদ্ধকরণ

অনলাইন কার্যক্রম
ইংরেজি থেকে বাংলায় ভালো নিবন্ধ অনুবাদ

চিত্রশালা
কার্যক্রম সংশ্লিষ্ঠ ছবি

আলোচনা
উইকিপিডিয়া ১৫ সম্পর্কিত আলোচনা

Info Box বাংলায় নেই[সম্পাদনা]

{{Infobox spaceflight/Dock , {{Spaceflight crew এই ইনফো বক্সগুলো বাংলায় নেই । দয়া করে যুক্ত করুন ।সয়ূজ টিএম-৩০ এই পেজের জন্য প্রয়োজন ।অজয় দাশ (আলাপ) ১৮:৫০, ৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাব (আলাপ) ১৫:৪৪, ৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Info Box বাংলায় নেই[সম্পাদনা]

{{Infobox Artwork এই ইনফো বক্স টি বাংলায় নেই । দয়া করে যুক্ত করুন । ভেরা ক্যাট্‌য (ভাস্কর্য) এই পেজের জন্য প্রয়োজন । দয়া করে তাড়াতাড়ি যুক্ত করুন।Mesbah013 (আলাপ) ৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

তথ্যছকটি ইতিমধ্যেই বাংলায় আছে। --আফতাব (আলাপ) ১৫:৪৫, ৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Info Box এর সংশোধনী চাই[সম্পাদনা]

১৯৮০ এজোরেস দ্বীপপুঞ্জ ভূমিকম্প নিবন্ধের infobox এর মানচিত্রটি আসছে না। কেউ ইনফোবক্স টি সংশোধন করে প্লিজ।

করা হবে, সমস্যা নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৮, ৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
এবং ঠিক করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ০২:৩৮, ১০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

১৫ই জানুয়ারী, ২০১৬ এর সম্মেলন প্রসংগে[সম্পাদনা]

আমি ১৫ই জানুয়ারী, ২০১৬ এর সম্মেলনে অংশগ্রহণের জন্য গুগল ফর্ম পূরণ করেছিলাম। এখন আমার সাথে আর কি কোন যোগাযোগ করা হবে নাকি আমি সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করব? আরেকটা প্রশ্ন, সাথে কি কেউ আসতে পারবে নাকি শুধু গুগল ফর্মে নিবন্ধকারীরা?Kawsar.sustipe (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

১২ তারিখের মধ্যে ইমেইলে জানিয়ে দেওয়া হবে নির্বাচিতদের। অত্যন্ত দুঃখিত, কিন্তু আমাদের অগ্রীম প্রিপারেশনের কারণে শুধুমাত্র নির্বাচিতরাই আসতে পারবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৮, ১১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: ভাইয়া সম্মেলনে অঅংশগ্রহণ করতে কোন ফর্ম করতে হবে? Sethtalk ১৬:৫৩, ১১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
ফর্ম পূরণের তারিখ ইতিমধ্যেই চলে গিয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৩, ১১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পুনর্নিরীক্ষণ প্রসঙ্গে[সম্পাদনা]

আমার নিউ জার্সি রুট ৫৯ অনুবাদটিকে যান্ত্রিক অনুবাদ বলে মন্তব্য করা হয়েছে। পুনর্নিরীক্ষণ করে নির্দিষ্টভাবে কোন অংশকে ভুল বলে চিহ্নিত করা হলে অনুবাদিটিকে উন্নত করা আমার জন্য সহজসাধ্য হয়ে যেত। ধন্যবাদ। বাংলাদেশী (আলাপ) ১৬:২৩, ২১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আমি প্রথমবার পড়ার সময় ইংরেজি বাক্যের সাথে মিলিয়ে পড়েছিলাম তখন বেশ কিছু জায়গায় অর্থ উলট-পালট মনে হয়েছে। আপনি একটু কষ্ট করে পুনরায় পড়ে মিলিয়ে নিন এবং সংশোধনের প্রয়োজন হলে করুন। আমি ১ তারিখের পর আবার দেখে দেব। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৩, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পুরস্কার[সম্পাদনা]

ভাইয়া অনেকের গায়ে দেখছি টি শার্ট কিন্তু আমাদের তো কোন খবর নেই। --Shamim Sarker (আলাপ) ১৬:২৩, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

যাদের গায়ে দেখেছেন সেগুলো হলো মূল অনুষ্ঠানের টি-শার্ট, তারা ১৫ই জানুয়ারি ঢাকার অনুষ্ঠানে যোগদান করেছিলেন। এই প্রতিযোগিতার পুরস্কারগুলো যথাসময়ে পাঠানো হবে। গুরত্বপূর্ণ তারিখ দেখতে প্রতিযোগিতার পাতার নোটিশটি দেখুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০১, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ প্রতিযোগিতা[সম্পাদনা]

আমার অনুবাদ করা দুটি প্রবন্ধ অনুবাদ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। ৫ই ফেব্রুয়ারি পেরিয়ে গেল কিন্তু এখনো আমার সাথে ইমেলে যোগাযোগ করা হয়নি। অনুগ্রহ করে কারণ জানালে ভালো লাগবে। ধন্যবাদ--Aajad Kundu (আলাপ) ১৯:১৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার সাথে ফোনে যোগাযোগ করা হবে। দয়া করে অপেক্ষা করুন। ধন্যবাদ। আবীর আলাপ ০৯:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই আজও আমি মেইল পাইলাম না। পুরস্কারের তো খবর নাই। Jamirul Haque (আলাপ) ০৯:২৯, ১২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
আশাতীত রেসপন্স পাওয়ায় আমাদের পাঠাতে একটু দেরী হচ্ছে বলে দুঃখিত। তবে প্রতিদিনই কিছু কিছু করে পাঠাচ্ছি। আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৬, ১২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ার অনুবাদ প্রতিযোগিতা ২০১৫ তে অংশ গ্রহন গ্রহন করেছি.৩ ফেব্রুয়ারি নাহিদ সুলতান মোবাইলে যোগাযোগ করে বলেন পুরষ্কার আলি হায়দার খান তন্ময় এর ঠিকানায় পাঠিয়ে দেবেন এবং তন্ময় এর সাথে যোগাযোগের ঠিকানা দেবেন।পুরষ্কার বা ঠিকানা কোনটাই পাই নি।পুরষ্কার কি পাব?--Rezwan islam27 (আলাপ) ১৫:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]