ব্যবহারকারী আলাপ:Vaman Mukharji

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:০২, ১১ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া সম্মিলন[সম্পাদনা]

নমস্কার! আগামী ১১ই জুন কলকাতায় সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটি সম্মিলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আরো জানতে ও আগ্রহী থাকলে আপনাকে এই পৃষ্ঠাটি দেখে সমর্থন জানাতে অনুরোধ করছি। সম্মিলনে আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৭:৪৫, ২০ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

মাননীয়,

কলকাতা রেলওয়ে স্টেশন নিবন্ধটি থেকে [[চিহ্নগুলি]] কেন অপসরণ করলেন বুঝলাম না, আর {{s-rail|title=ভারতীয় রেল}} {{s-line|system=ভারতীয় রেল|previous=প্রতীকপুর|next=টালা|line= পূর্ব রেল|branch= [[কলকাতা চক্র রেল]] }} এই অংশখানিও অপসরণ করেছন এরও কারণ জানিয়ে দিলে নিজেকে উপকৃত মনে করতাম এবং পরে ভুল করা হতে বিরত থাকব।) পরমাণু আলাপ ১১:১১, ১১ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

সম্পাদকের পদক
ভারতীয় স্থাপনা এবং অন্যান্য প্রসঙ্গে আপনার চমৎকার নিবন্ধগুলোর জন্য। আশা করি আপনার কাজের ধারা অব্যাহত থাকবে। রেজওয়ান (আলাপ) ১২:১৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

সম্পাদকের পদক
সুপ্রিয় মুখার্জি, দীর্ঘদিন ধরে উইকিপিডিয়ায় আপনি আছেন। বাংলা উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা কম হলেও সুন্দর কিছু নিবন্ধ তৈরি করেছেন। যদিও নিবন্ধ গুলিতে উইকিশৈলী পুরোপুরিভাবে অনুসরণ করা হয়নি। আশা করি এদিকটাতে একটু মনোযোগী হবেন। তথ্য সমৃদ্ধ কছু নিবন্ধ তৈরি করায় আপনাকে এই পদক দেওয়া হলো। ফেরদৌস১৩:১৭, ২২ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Vaman Mukharji,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]