১৯ পৌষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পৌষ ১৯ থেকে পুনর্নির্দেশিত)

১৯ পৌষ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৬৫ তম দিন। বছর শেষ হতে আরো ১০০ দিন (অধিবর্ষে ১০১ দিন) বাকি রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

ঘটনাবলী[সম্পাদনা]

  • ১৪৯২ইং - গ্রানাডার মুসলিমদের পতন। রানী ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ।
  • ১৭৫৭ইং - ব্রিটিশদের কোলকাতা দখল।
  • ১৭৭৭ইং - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।
  • ১৭৮৮ইং - জর্জিয়া আমেরিকার চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত।
  • ১৯০৫ইং - রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্ম সমর্পন।
  • ১৯৪১ইং - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটেনে জার্মানির বিমান হামলা।
  • ১৯৪২ইং - আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসন(এফবিআই) জার্মান গুপ্তচরের ৩৩ জনের একটা দলকে দলনেতা ফ্রিটজ জুবার্ট ডোকোনস সহ গ্রেফতার করে। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গুপ্তচর গ্রেফতারের ঘটনা।
  • ১৯৪২ইং - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপান বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখর করে।
  • ১৯৪৫ইং - জার্মানির নুরেম বার্গে মিত্র বাহিনীর বোমা হামলা।
  • ১৯৫৫ইং - পানামার প্রেসিডেন্ট জোসে এ্যান্টিনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

ছুটি এবং অন্যান্য[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]