উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/অনুত্তীর্ণ প্রস্তাবনাসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

--Munita Prasad ০৯:৩৬, ২৬ জানুয়ারি ২০০৯ (UTC)


নিবন্ধটি ইন্টারনেটে বাংলা ভাষায় চর্যাপদ বিষয়ক সবচেয়ে তথ্যবহুল নিবন্ধ। এবং সম্প্রতি এ নিবন্ধটির বেশ উন্নয়ন করা হয়েছে। নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ করার প্রস্তাব করছি এবং অন্যান্য ব্যবহাকারীদের এ নিবন্ধ বিষয়ে মতামত, পরামর্শ এবং সমালোচনা পেশের অনুরোধ করছি। প্রস্তাবক: --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩৫, ১৯ আগস্ট ২০০৮ (UTC)

ভাল নিবন্ধ হয়ে আসলে ভাল হতো। একবার বানান চেক করেই ভাল নিবন্ধ করে ফেলা যায়। তারপর নির্বাচিতও করা যায়। তবে নিয়মটা রক্ষা করা প্রয়োজন। -- মুহাম্মদ ১৯:৫৬, ১৯ আগস্ট ২০০৮ (UTC)
ধন্যবাদ, নিয়ম রক্ষার তাগিদ দেওয়ার জন্য। নিবন্ধটি ভাল নিবন্ধ হিসেবে মনোনয়নের জন্য প্রস্তাব করা হয়েছে। আশা করি কোন ব্যবহারকারী এটি পর্যালোচনার দায়িত্ব নিয়ে এটিকে ভাল নিবন্ধ করার ব্যবস্থা করবেন। ভাল নিবন্ধে উত্তীর্ণ হলেই পরে আমরা তা আবার নির্বাচিত নিবন্ধ করার ক্ষেত্রে পদক্ষেপ নিবো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪৫, ২০ আগস্ট ২০০৮ (UTC)

লাল লিঙ্ক সবগুলো নীল করা হয়েছে। ভাল নিবন্ধ হয়ে গেছে। নির্বাচিত করার জন্য প্রস্তাব করছি। প্রস্তাবক: --রায়হান আবীর ০৮:৫৫, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)

  • তথ্যসূত্রের পরিমাণ বাড়াতে হবে। ইংরেজী নিবন্ধে আরও অনেক তথ্যসুত্র আছে যা কাজে লাগতে পারে।
  • এখনো কিছু লিঙ্ক লাল আছে। দয়া করে তা নীল করার চেষ্টা করুন।

আপাতত এগুলো করে নিবন্ধটি আবার পর্যালোচনার জন্য পেশ করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:১৫, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)

বাকি লিংকগুলো নীল করেদিলাম, তথ্যসূত্রও যোগ করলাম। আবার আলোচনা করুন। --রায়হান আবীর ১৩:০৫, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)
নিবন্ধে এখন কোন লাল লিংক নেই। নীল লিংক যথেষ্ট রয়েছে। তথ্যসূত্রও সব ঠিক করা হয়েছে। নির্বাচিত করার জন্য মত দিচ্ছি। -- মুহাম্মদ ২০:৫১, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)
  • পূর্ণ সমর্থন জানাচ্ছি। সেই সাথে নিবন্ধটির উপরে যারা কাজ করেছেন, তাদেরকেও অভিনন্দন জানাই। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৩৮, ২৯ জানুয়ারি ২০০৮ (UTC)
  • সমর্থন - --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৮, ৩০ জানুয়ারি ২০০৮ (UTC)
প্রাঞ্জলতার বিষয়টি রায়হান চেক করেছে। এ নিয়ে আর্সেনালের আলাপ পাতায় আলোচনাও করা হয়েছে। আরেকবার দেখে বিরোধিতা উঠিয়ে নেয়ার বিষয়টি ভেবে দেখুন। -- মুহাম্মদ ১৭:২৯, ১০ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

অনেক দিন এ নিবন্ধ নিয়ে কোন কথা হয়নি। সবাই কি মনে করেন? এখন কি এটাকে নির্বাচিত করা যায়? -- মুহাম্মদ ১৯:৫৬, ১৯ আগস্ট ২০০৮ (UTC)

লাল লিঙ্ক গুলো নীল করতে পারলেই নির্বাচিত নিবন্ধ করা যাবে। (প্রস্তাবকঃ----বেলায়েত ১৫:০০, ১৬ ডিসেম্বর ২০০৬ (UTC))

আমি তথ্যসূত্র ও উৎসসমূহ দিয়েছি। এখন শুধু লিঙ্কের কাজ করতে হবে। --উল্‌ফআলাপ ১৮:১৫, ৩ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)


এখনো অনেক কাজ বাকি। সংস্কৃতি, প্রশাসন সহ অনেক অনুচ্ছেদ প্রায় খালি। লাল লিংক প্রচুর। সব শব্দ লিংক করতে হবে, তেমন কথা নাই। যেমন মোটরগাড়ি এখানে লিংক করার দরকার নাই। এরকম অপ্রয়োজনীয় উইকিলিংক দূর করে দিন। একটা ছবির লিংকও লাল, মানে ছবিটা নাই বা মুছে ফেলা হয়েছে। ওটা ঠিক করুন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

যদিও নিবন্ধটিতে অনেক লাল লিঙ্ক রয়েছে, তবুও নিবন্ধটি প্রস্তাব করছি এবং অন্যান্য সম্পাদকদেরকে লাল লিঙ্কগুলোকে নীল করতে সহায়তা করতে অনুরোধ জানাচ্ছি।

(প্রস্তাবকঃ--অয়ন ১১:০৭, ২৭ নভেম্বর ২০০৬ (UTC)

নিবন্ধটিতে অনেক শ্রম দেওয়া হয়েছে। নিবন্ধটি যথেষ্ট বড়। এটির আরও পরিমার্জন প্রয়োজন। ব্যবহারকারীগণ যেন এটিকে নির্বাচিত নিবন্ধ করতে কাজ করেন সেজন্য এটিকে এই তালিকায় দিলাম। (প্রস্তাবকঃ--বেলায়েত ১৭:২৩, ২৯ অক্টোবর ২০০৬ (UTC))

নির্বাচিত নিবন্ধ বানানোর লক্ষ্যে কাজ করছি। সপ্তাহখানেকের মধ্যে আশা করি কোন লাল লিঙ্ক থাকবে না। ;-) --μακσυδ ১১:১৮, ৩ জুলাই ২০০৭ (UTC)

(প্রস্তাবক: Tanveer Islam ০১:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC))

  • (আপাতত বিরোধিতা) নিবন্ধে এখনও অনেক অনেক উন্নয়ন বাকি। আমি কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করছি, আরও অনেক উন্নয়ন বাকি আছে।
    • শুরুর প্যারাগ্রাফটি পুরা নিবন্ধের সারমর্ম হতে হবে। বর্তমানে সেটা নাই।
    • প্রচুর লাল লিঙ্ক। এগুলি নিবন্ধে পরিণত করতে হবে।
    • নামকরণের উপর দুইটি অনুচ্ছেদ আছে।
    • নিবন্ধের অনুচ্ছেদ গুলি balanced নয়। কোনটি বড়, আবার কোনটি একেবারেই খালি।
    • বিপুল সংখ্যক বহিঃসংযোগ দেয়া হয়েছে। শুধু যেগুলি এই নিবন্ধের বিষয়বস্তুকে enhance করবে, সেগুলিই রাখা উচিৎ।
    • ভাষা অনেক ক্ষেত্রেই "আমরা জানতে পারি" এরকম হয়ে গেছে। এটা বিশ্বকোষীয় না।
    • তথ্যসূত্র একেবারেই নাই। তথ্য উল্লেখ করলে পাশেই সূত্র উল্লেখ করতে হবে। বই হলে বইয়ের পাতা নম্বর উল্লেখ করতে হবে, লেখকের নাম ইত্যাদি তো বটেই। প্রবন্ধ হলে প্রবন্ধ সংক্রান্ত তথ্য দিতে হবে। "ইংরেজি উইকিপিডিয়া হতে" - এটা একেবারেই ব্যবহার করা যাবে না। উইকিপিডিয়া কখনোই কোন তথ্যের প্রাথমিক উৎস হতে পারে না।

দয়া করে এই সব গুলি সমস্যা দূর করুন, তার পর আমি আবার মতামত জানাবো। --রাগিব (আলাপ | অবদান) ০৫:১৬, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

(প্রস্তাবক: Muhammad, তারিখ ০৮:৩১, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC))

  • (আপাতত) বিরোধিতা: এখনো কিছু জিনিষ ঠিক করতে হবে, নীচে তার আংশিক তালিকা দিচ্ছি -
    • প্রচুর লাল লিঙ্ক। একটু কষ্ট করে ঐগুলিকে নীল লিঙ্ক , অর্থাৎ নিবন্ধ/স্টাব তৈরী করুন।
    • "সর্ববৃহৎ পৌত্তলিক গোষ্ঠী হিসেবে স্বীকৃত" - এটা আসলে পৌত্তলিক হবে না, বরং জাতিগত গোষ্ঠী হবে। (ethnic আর পৌত্তলিক এক না)।
    • নিবন্ধে ছবির বড়ই অভাব। কমন্স ঘেটে কিছু ছবি যথাযথ জায়গায় যোগ করুন
    • নিবন্ধটি মোটেও balanced না। পুরা নিবন্ধই ইতিহাস দিয়ে ভর্তি। দয়া করে ইতিহাস অনুচ্ছেদটিকে আলাদা নিবন্ধ করুন, এবং ২ বা ৩ প্যারাগ্রাফে তার সারমর্ম এখানে যোগ করুন। বাকি অনুচ্ছেদ গুলি প্রায় খালি - সেগুলিকে বড় করুন।
    • তথ্যসূত্র কোথায়? মাত্র দুইটি সূত্র প্রদান করা হয়েছে ইংরেজি উইকি হতে দেখে নিন, ref ব্যবহার করে কিভাবে তথ্যসূত্র যোগ করতে হবে।
  • এসব ব্যাপার ঠিক করুন, তার পর আমি আবার নিবন্ধটি যাচাই করব। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৩১, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

(প্রস্তাবক: মুনতাসির ১৮:৩৫, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC))

  • লাল লিঙ্ক প্রচুর
  • রেফারেন্স/তথ্যসূত্র নাই, বা খুবই কম।
দয়া করে এগুলি ঠিক করুন। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

(প্রস্তাবকঃ মুনতাসির ১৮:২২, ১৬ সেপ্টেম্বর ২০০৬ (UTC))

  • সমর্থন এই নিবন্ধে ভালো গ্রন্থপঞ্জী আছে এবং ৫৬ ফুটনোট্‌ তথ্যসূত্রে রয়েছে। শুধু আমার মনে হয় লিঙ্কগুলো লাল থেকে নীল করতে হবে, কিন্তু, নাহলে এই নিবন্ধে যা কন্টেন্ট ইংরেজি উইকিপিডিয়ায় আছে, সেটা বাংলা উইকিপিডিয়ায় আছে, এবং ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধটি নির্বাচিত। --Docwho (চিনাৎসু) ১৮:১৮, ২৭ জানুয়ারি ২০০৭ (UTC)

বাংলা সাহিত্যের এই দুইজন এর উপরে লেখা নিবন্ধন গুলো আরো expand করে featured article করার প্রস্তাব করছি। রবি ঠাকুর এর নিবন্ধ টি ইংরেজিতে featured article ছিল। যে কেউ easily translate করতে পারেন। ধন্যবাদ। Eendrani ১৭:০৭, ২০ জানুয়ারি ২০০৭ (UTC)

প্রস্তাবক - মুহাম্মদ

এই নিবন্ধটি সম্পূর্ণ ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে। তবে আমি নিজেও এখানে আর কয়েকটি জিনিস যোগ-বিয়োগ করব। প্রচুর লাল লিংক আছে। এগুলো নিয়ে নিবন্ধ স্টাব লিখছি। তবে নির্বাচিত নিবন্ধ করার প্রস্তাব এখনই করলাম। - মুহাম্মদ ০৩:১৫, ১০ এপ্রিল ২০০৭ (UTC)

  • হয়ত ধর্মের ভাগগুলো একটু এক্সপ্যান্ড করতে পারেন, কারণ নাহলে ঠিক ব্যালান্স হচ্ছে না।--উল্‌ফআলাপ ১৭:১৫, ২৩ এপ্রিল ২০০৭ (UTC)
  • সমর্থনঃ এই নিবন্ধে ধর্ম খুব একটা সম্পৃক্ত নয়। নিবন্ধটি সম্পুর্ণ। আর সকল লাল লিংক গুলো নীল করা সম্ভব নয়। তবে কিছু কিছু নীল করে তা নির্বাচিত করা যেতে পারে। -- Raihan abir ১৭:৫৯, ২৩ এপ্রিল ২০০৭ (UTC)
  • আপনারা নিবন্ধটিকে প্রথমে 'ভাল নিবন্ধ' হিসেবে উইকিপিডিয়া:প্রস্তাবিত ভাল নিবন্ধ পাতায় প্রস্তাব করতে পারেন। আসলে আমরা এ ধরনের সরাসরি নির্বাচিত নিবন্ধের প্রস্তাবের পদ্ধতি সংস্কার করছি। এখন থেকে প্রথমে নিবন্ধকে 'ভাল নিবন্ধ' হিসেবে উত্তীর্ণ হতে হবে তারপর তা 'নির্বাচিত নিবন্ধ' হিসেবে মনোনয়ন পাবে। ধন্যবাদ।--বেলায়েত ১৮:৫০, ২৩ এপ্রিল ২০০৭ (UTC)
কিন্তু এ নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়ায় এখনই নির্বাচিত, এবং এই নিবন্ধ ঐ নিবন্ধের এক্স্যাক্ট অনুবাদ। যদি নির্বাচিত হওয়ার আগে কিছু হতে হয়, তাহলে নির্বাচিত লেখ পরখে দেওয়া যায় (পিয়ার রিভিউ)।--উল্‌ফআলাপ ০৯:৫৬, ২৯ এপ্রিল ২০০৭ (UTC)

ভারত নিবন্ধটির সম্পূর্ণকরণের কাজ শেষ হয়েছে। এটিকে কি এবারে নির্বাচিত নিবন্ধ স্তরে উন্নীত করার মনোনয়ন দেওয়া যেতে পারে? উল্লেখ্য, ইংরেজি ও জার্মান উইকিপিডিয়ায় ভারত নির্বাচিত নিবন্ধ। বাংলা উইকিপিডিয়ার নিবন্ধটি মুখ্যত ইংরেজি ও গৌণত জার্মান উইকিপিডিয়ায় অনুবাদ। তাই নিবন্ধটি পর্যালোচনা করতে বা এর সম্পর্কে কোনো গঠনমূলক মন্তব্য বা পরামর্শ পেলে উপকৃত হব। বেলায়েত ভাই ও রাগিব ভাইয়ের, সপ্তর্ষিদার কাছে ( ও অন্যান্য সকলকে) অনুরোধ তাদের সুচিন্তিত মতামত দেবেন যাতে ভারতকে নির্বাচিত নিবন্ধ করা যায়। আমার আর অর্ণবের সমর্থন আছে।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৫৪, ৩ জুলাই ২০০৯ (UTC)

  • আপাতত বিরোধিতা - নিবন্ধটিতে অনেক কাজ এখনো বাকি। আমি আপাতত কয়েকটি সমস্যা তুলে ধরছি --
    • নিবন্ধটির ভাষা যথেষ্ট আড়ষ্ট। দেখে বোঝা যায় যে ইংরেজি থেকে অনুবাদ। এজন্য নিবন্ধের অনেক জায়গাতেই পুনর্লিখনের প্রয়োজন রয়েছে।
    • অনেক স্থানে অপ্রচলিত, এবং সম্ভবত ভুল - এমন শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন, "হার্দিক" (এটার মানে কী? আজীবন বাংলাভাষী হয়েও এটা আমি কখনো শুনিনি)। তার পর "ইউরোপীয় উপনিবেশগুলির স্বাধীনতার দাবিতে সওয়াল করেছিল" -- সওয়াল করেছিলো মানে কী? এরকম বেশ অনেক জায়গাতেই সমস্যা আছে।
    • অনেক স্থানেই বানান ভুল রয়েছে। যেমন, "তত্ত্ববধান" (তত্ত্বাবধান) ইত্যাদি।
    • ইংরেজি বহুবাচক শব্দগুলোকে আক্ষরিকভাবে বাংলা অনুবাদ করার প্রয়োজন নেই। কারণ বাংলাতে "সমূহ" খুব অল্পই ব্যবহার করা হয়। যেমন, "রাজনৈতিক বিভাগসমূহ" একটু বেখাপ্পা, এর বদলে "রাজনৈতিক বিভাগ" লিখলেই চলে।
    • রাজনৈতিক বিভাগ অনুচ্ছেদের ম্যাপটি পুরোই ইংরেজিতে, ওটার বিভিন্ন লেখা ও চিহ্নাবলী বাংলাতে অনুবাদ করতে হবে। তালিকাটির ক্রমবাচক সংখ্যাগুলোও সব ইংরেজিতে, ওগুলো বাংলা করতে হবে (manually numbering করে হলেও)।
    • "অডিও" -- এটা বাংলাতে লিখুন।
    • নিবন্ধটিতে ছবির আধিক্য দেখতে পাচ্ছি। অনুচ্ছেদপ্রতি একটি বা দুইটির বেশি ছবি দিলে তা নিবন্ধের মান বাড়াবার বদলে অতিরিক্ত দৃষ্টিকটু করে তোলে।
  • এই সমস্যাগুলো আগে ঠিক করুন, তার পরে আবার নিবন্ধটির মূল্যায়ন করবো। --রাগিব (আলাপ | অবদান) ০৬:০৮, ৩ জুলাই ২০০৯ (UTC)
সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ রাগিব ভাই, আমি ও অর্নব আপনার ধরিয়ে দেওয়া ভুলগুলি সংশোধন করার চেষ্টা করছি।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:১৬, ৩ জুলাই ২০০৯ (UTC)

ভারত নিবন্ধটির যে দুটো লাল লিংক ছিলো তা নীল করা হয়েছে। গাঙ্গেয় নদী ডলফিন নামে ভুক্তি তৈরি এবং আরেকটি লিংক লেখার ভুলের কারণে লাল ছিলো। তা ঠিক করা হয়েছে। মূল নিবন্ধে নির্বাচিত না হবার মতো কোনো কিছু দেখতে পাই না, তবে গ্রন্থপঞ্জী অংশে ইংরেজি বইয়ের তালিকা দেওয়া যথেষ্ট মনে করছি। কারণ পাঠক বিচারে ফরাসী ও জার্মান ভাষার বইয়ের তালিকা দেওয়া ব্যক্তিগত মতে ফলপ্রসু হবে না, এবং কিছুটা অপ্রয়োজনীয়ও মনে হচ্ছে। — তানভির আলাপ অবদান ১৪:৩৯, ২২ ডিসেম্বর ২০০৯ (UTC)

ইবন বতুতা (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)

নিবন্ধটি দেখুন ও মন্তব্য দিন। প্রস্তাবক: -- Muḥammad (আলাপ) ১৯:৫৬, ২৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন তবে নিবন্ধটির "ভ্রমনকৃত স্থান" অনুচ্ছেদটিতে কিছু স্থানের নাম ইংরেজীতে রয়েছে যা বাংলা করা দরকার। তাহলে এটিকে নির্বাচিত নিবন্ধ করা যাবে।বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ১৪:০৩, ১৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Tahmid02016: "ভ্রমনকৃত স্থান" অনুচ্ছেদটিতে আমি ইংরেজী নামগুলিকে বাংলায় অনুবাদ করলাম। নিবন্ধটির সংশোধনটিকে পরীক্ষা করে আপনারা পুনঃসমলোচনা শুরু করতে পারেন। -- Bang Bang50 (আলাপ) ২০:১১, ২১ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন অতি ভালো নিবন্ধ। এটিকে নির্বাচিত নিবন্ধ করা ভালো হবে।কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ)
  • নিবন্ধটিতে নির্বাচিত নিবন্ধের মানদণ্ড অনুসারে একাধিক ত্রুটি রয়েছে। এর একাধিক বড় অনুচ্ছেদে তথ্যসূত্র নেই এবং সম্পূর্ণ নিবন্ধে প্রয়োজনীয় তথ্যসূত্রের ঘাটতি রয়েছে। নিবন্ধটির রচনাশৈলী ও উপস্থাপনা নির্বাচিত নিবন্ধের শর্ত পূরণ করে না। এছাড়াও নিবন্ধের অভ্যন্তরে ও বিষয়শ্রেণীতেও একাধিক লাল লিংক রয়েছে। ফলে নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধের মনোনয়ন থেকে বাতিল করা হল। উপর্যুক্ত ত্রুটিগুলো সংশোধন করে পুনরায় মনোনয়ন প্রদান করুন। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ০৮:১২, ২৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


উমর আল-আকতা [সম্পাদনা]

নিবন্ধটি দেখুন ও মন্তব্য দিন। প্রস্তাবক: -- Muḥammad (আলাপ) ১৯:৫৬, ২৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 বিরোধিতা নিবন্ধটি ছোটো। Che12Guevara (আলাপ) ১৮:৩১, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
 বিরোধিতা করছি। নিবন্ধটি উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের গুণাবলী অর্জন করেনি। এছাড়া এটি গত দুই বছর যাবৎ পরে আছে। কেউ গুণাবলীতে পৌঁছানোর মত সম্পাদনা করেনি। আ হ ম সাকিব (আলাপ · অবদান · ইমেইল) ০৯:২৪, ১ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


ইসলাম[সম্পাদনা]

আমার মনে হলো বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত প্রবন্ধের জন্য এই নিবন্ধটির পর্যালোচনা শুরু করা যেতে পারে যেহেতু এখনো পর্যন্ত শুধুমাত্র ৯টি নির্বাচিত নিবন্ধ উইকিপিডিয়ায় রয়েছে। -- রিজওয়ান আহমেদ (আলাপ) ১২:৪০, ১৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন[সম্পাদনা]

বিরোধিতা[সম্পাদনা]

মতামত[সম্পাদনা]



উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।