বনি শাইবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বনি শাইবা (আরবি: Banī Shaybah بني شيبه) একটি আরব গোত্র।[১] কাবার চাবি এই গোত্রের তত্ত্বাবধানে থাকে।

মুহাম্মদ এর নবুওয়তের পূর্ব থেকে বনি শাইবা গোত্রের কাছে কাবার চাবি রাখা হত। মক্কা বিজয়ের পর তিনি (মুহাম্মদ ) বনি শাইবা গোত্রকে চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্বে বহাল রাখেন। তিনি হাশরের দিন পর্যন্ত তাদের এই দায়িত্ব দেন এবং বলেন যে অত্যাচারী ছাড়া কেউ তাদের কাছ থেকে কাবার চাবি ছিনিয়ে নেবে না।[২] বর্তমান কাবার চাবি এই পরিবারর ড.সালেহ আল শাইবার নিকটে আছে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Estes, Yusuf (১১ নভেম্বর ২০১১)। "Kabah's Key Keeper Dies at 82"। Islam News Room। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৪ 
  2. Akhter, Muhammad Wajid (১৫ নভেম্বর ২০১২)। "Ten Things You Didn't Know About The Kaaba"। MuslimMatters। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]