আজিজ মির্জা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজিজ মির্জা
জন্ম (1947-08-15) আগস্ট ১৫, ১৯৪৭ (বয়স ৭৬)
মুম্বই, ভারত
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
পেশা
কর্মজীবন১৯৬৯–বর্তমান

আজিজ মির্জা (জন্ম: ১৫ আগস্ট ১৯৪৭) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার[১][২] তিনি রাজু বন গয়া জেন্টলম্যান (১৯৯২) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

প্রাথমিক এবং কর্মজীবন[সম্পাদনা]

মির্জা ১৯৪৭ সালে ভারতে জন্ম নেন। কর্মজীবন শুরু করেন ১৯৮৫ সালে, যখন তিনি তার ভাই সাঈদ আখতার মির্জা এবং পরিচালক কুন্দন শাহ'র সঙ্গে ইস্ক্রা নামে একটি নতুন প্রযোজনা কোম্পানি প্রতিষ্ঠা করতে যোগ দেন।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা ভাষা টীকা
১৯৬৯ আদমি অর ইনসান অভিনেতা হিন্দি [৩]
১৯৭৪ পিয়াসা দিল অভিনেতা হিন্দি [৪]
১৯৭৫ সন্ধ্যা অভিনেতা হিন্দি [৫]
১৯৮০ আলবার্ট পিন্টু কো গোস্সা কিউ আতা হায় অভিনেতা হিন্দি [৬]
১৯৮৬-৮৭ নুকাদ পরিচালক হিন্দি [৭]
১৯৮৮-৮৯ সার্কাস পরিচালক হিন্দি [৮]
১৯৯২ রাজু বান গেয়া জেন্টলম্যান পরিচালক, চিত্রনাট্যকার হিন্দি [৯]
১৯৯৭ ইয়েস বস পরিচালক, চিত্রনাট্যকার হিন্দি [১০]
২০০০ ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি পরিচালক, প্রযোজক হিন্দি [১১]
২০০৩ চলতে চলতে পরিচালক, প্রযোজনা, চিত্রনাট্যকার হিন্দি [১২]
২০০৮ কিসমত কানেকশন পরিচালক হিন্দি [১৩]
২০০৯ গুরু এন আলু চিত্রনাট্যকার হিন্দি [১৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আজিজ মির্জা"। veethi.com। জুলাই ১৯, ২০১৩। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  2. "আজিজ মির্জা"। bornrich.com। ১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  3. "আদমি অর ইনসান"আইএমডিবি। ১৯৬৯। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  4. "পিয়াসা দিল"আইএমডিবি। ১৯৭৪। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  5. "সন্ধ্যা"আইএমডিবি। ১৯৭৫। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  6. "আলবার্ট পিন্টু কো গোস্সা কিউ আতা হায়"আইএমডিবি। ১৯৮০। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  7. "নুকাড"আইএমডিবি। ১৯৮৬। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  8. "সার্কাস"আইএমডিবি। ১৯৮৯। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  9. "রাজু বান গেয়া জেন্টলম্যান"আইএমডিবি। ১৯৯২। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  10. "লাভ ইন ইন্ডিয়া"আইএমডিবি। ১৯৯৭। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  11. "ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি"আইএমডিবি। ২০০০। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  12. "চলতে চলতে"আইএমডিবি। ২০০৩। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  13. "কিসমত কানেকশন"আইএমডিবি। ২০০৮। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 
  14. "গুরু এন আলু"আইএমডিবি। ২০০৮। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]