ভোঁপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভোঁপুর
গ্রাম
ভোঁপুর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
ভোঁপুর
ভোঁপুর
ভোঁপুর ভারত-এ অবস্থিত
ভোঁপুর
ভোঁপুর
পশ্চিমবঙ্গ ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৩°০৮′২৩″ উত্তর ৮৮°১২′২৪″ পূর্ব / ২৩.১৩৯৬৪৬৮° উত্তর ৮৮.২০৬৬৩০৫° পূর্ব / 23.1396468; 88.2066305
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাহুগলি
উচ্চতা২০ মিটার (৭০ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,৫৭২
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৭১২১৩৪
টেলিফোন কোড০৩২১৩
আইএসও ৩১৬৬ কোডIN-WB
যানবাহন নিবন্ধনWB

ভোঁপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গ্রাম। এটি হুগলি জেলার পাণ্ডুয়া থানার অন্তর্গত একটি মাঝারি আয়তনের গ্রাম। গ্রামটি হাওড়া থেকে ৭১ কিলোমিটার দূরে অবস্থিত।

নামকরণ[সম্পাদনা]

মনে করা হয়, মাটি বা ভুঁই ফুঁড়ে এখানে শিবলিঙ্গ বেরিয়ে এসেছিলো। তাই এর নাম ভোঁপুর।

পরিচিতি[সম্পাদনা]

গ্রামটি সোদপাড়া, চেতপাড়া, মাঝেরপাড়া, উত্তরপাড়া নিয়ে গঠিত।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ আদমশুনানি অনুসারে এই গ্রামটির জনসংখ্যা ২৪১০ এখানে গড় স্বাক্ষরতার হার ৬৭.৭৭%।

বিশেষত্ব[সম্পাদনা]

এই গ্রামটি পদ্মাবতীর ঝাঁপানের জন্য বিখ্যাত।

তথ্যসূত্র[সম্পাদনা]