কুসুম কুসুম প্রেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুসুম কুসুম প্রেম
ছবির বাণিজ্যিক পোস্টের
পরিচালকমুশফিকুর রহমান গুলজার
প্রযোজকফরিদুর রেজা সাগর
ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম)
রচয়িতামুশফিকুর রহমান গুলজার
শ্রেষ্ঠাংশেমৌসুমী
ফেরদৌস
রিয়াজ
এটিএম শামসুজ্জামান
প্রবীর মিত্র
অমল বোস
নাসিমা খান
সুরকারইমন সাহা
চিত্রগ্রাহকমজিবুল হক ভুঞা
সম্পাদকসহিদুল হক
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি৩১ আগস্ট, ২০১১
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

কুসুম কুসুম প্রেম ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র[১]। ছবিটির কাহিনীকার ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার । ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌসরিয়াজ। এছাড়াও কয়েকটি চরিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, অমল বোস ও নাসিমা খান[২]

অভিনয়ে[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

কুসুম কুসুম প্রেম ছবির সংগীত পরিচালনা করেন ইমন সাহা। সিনেমায় নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে ছিলেন কনক চাঁপা, এন্ড্রু কিশোর, মনির খান, পলাশ ও সেলিম চৌধুরী।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]