প্রোটোটাইপ তত্ত্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাপ্পি একটি প্রোটোটাইপ পোষা প্রাণী নয়, বা একটি প্রোটোটাইপ মাছ নয়, তবে এটি একটি প্রোটোটাইপ পোষা মাছ। এটি এই ধারণাকে চ্যালেঞ্জ করে যে প্রোটোটাইপগুলি তাদের উপাদান অংশ থেকে তৈরি করা হয়।

প্রোটোটাইপ তত্ত্ব (ইংরেজি: Prototype Theory) বোধ বিজ্ঞানে ব্যবহৃত একটি ধারণা যা ধাপবিশিষ্ট ক্যাটেগরি বা শ্রেণী নির্মাণ আলোচনা করে। এই তত্ত্ব অনুসারে একটি ক্যাটেগরির সকল বস্তু সমান নয়। কিছু কিছু বস্তু ক্যাটেগরিটির সাথে বেশি সম্পৃক্ত। উদাহরণস্বরূপ, ইংরেজিতে furniture ধারণাটির একটি উদাহরণ দিতে বললে বেশির ভাগ লোক চেয়ারের উদাহরণ দেয়, কিন্তু ছোট স্টুলের উদাহরণ খুব কম লোকই দেয়। অর্থাৎ ফার্নিচার ক্যাটেগরিটিতে চেয়ার একটি অধিকতর কেন্দ্রীয় ধারণা, একটি প্রোটোটাইপ। ভাষাবিজ্ঞানে এই প্রোটোটাইপ তত্ত্ব ধ্বনিগত রূপ ও আর্থিক রূপের মধ্যে সম্পর্ক স্থাপনে কাজে আসে।

১৯৭০-এর দশকে এলেয়ানর রশ এবং অন্যান্যরা প্রোটোটাইপ তত্ত্বের অবতারণা করেন।