আলাপ:অপটিক্যাল ফাইবার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কপি পেস্ট[সম্পাদনা]

আমার মনে হয়: ইংরেজি উইকি থেকে কপি পেস্ট করে রেখে, একটা একটা করে অনুচ্ছেদ অনুবাদ করা হচ্ছে। এতে করে, অনুবাদ না করা ইংরেজি অংশটুকু রয়ে যাচ্ছে। এভাবে না করে, অনুবাদ করা অংশটুকুই থাক, ইংরেজি অংশটুকু বাদ দিলে ভাল হয়। ইংরেজি উইকিতে ইংরেজি নিবন্ধটা রইল, সেটা দেখে অনুবাদ করা যাবে। --mak ১৯:২৩, ৯ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

অথবা কপি পেস্ট করা অংশটি কমেন্ট করে রাখলেই চলে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:২৮, ৯ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

কিভাবে কমেন্ট করতে হয়। --মাকসুদ ১৯:৪৯, ৯ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

HTML এর কমেন্ট শুরু হয় <!-- দিয়ে, শেষ হয় --> দিয়ে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৫৮, ৯ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

অসম্পূর্ণ অনুবাদ[সম্পাদনা]

@Lutfurrahman78: শুভেচ্ছা নেবেন। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এ অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ। প্রতিযোগিতার শর্তানুসারে আপনাকে নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ শেষ করতে হবে। অপটিক্যাল ফাইবার নিবন্ধটি আপনি অনুবাদ করে সম্পূর্ণ করেননি, এর অধিকাংশ স্থান অনুবাদ হয়নি। এই ইংরেজি নিবন্ধ থেকে সম্পূর্ণ অনুবাদ করলে প্রতিযোগিতার জন্য গৃহীত হবে। অনুবাদ সম্পূর্ণ করে আবারও প্রতিযোগিতা পাতায় জমা দিতে হবে না, আমি এমনিই আবার কিছুদিন পরে পর্যালোচনা করব। শুভকামনা! অংকন (আলাপ) ১৭:৪২, ১৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]