হাইল্যান্ড পার্ক, কলকাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাইল্যান্ড পার্ক
হাইল্যান্ড পার্কের সামনে বিগ বাজারের শোরুম
সাধারণ তথ্য
অবস্থাসম্পন্ন
অবস্থানকলকাতা, ভারত
নির্মাণকাজের আরম্ভ২০০০
নির্মাণকাজের সমাপ্তি২০০৪
উচ্চতা৮৬ মিটার (২৮২ ফু)
কারিগরী বিবরণ
তলার সংখ্যা২৮
নকশা এবং নির্মাণ
স্থপতিদুলাল মুখার্জি

হাইল্যান্ড পার্ক হল কলকাতার বুকে নির্মিত ৩২.১৪ একর জায়গা জুড়ে বিস্তৃত এক বহুতল কমপ্লেক্স। এটি কলকাতায় চক গড়িয়া এলাকায় ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস এর ওপর অবস্থিত। এই বহুতলে আছে আবাসিক কমপ্লেক্স, একটি শপিং মল এবং 'কাউন্টি' নামক একটি সামাজিক ক্লাব অন্তর্ভুক্ত আছে।

এই কমপ্লেক্সে আছে ৯ টি টাওয়ার। সেগুলি হল 'পিক' (২৮ তলা, ৮৬ মিটার (২৮২ ফুট)), 'কেপ' (২৪ তলা, ৭৪ মিটার (২৪৩ ফুট)), 'ব্রুক' (২৪ তলা, ৭৪ মিটার (২৪৩ ফুট)), ফজোর্ড (২১ তলা, ৬৫ মিটার (২১৩ ফুট) ), বে (২১ তলা, ৬৫ মিটার (২১৩ ফুট)), গ্লেন (১৮ তলা, ৫৬ মিটার (১৮৪ ফুট)), আইল (১৮ তলা, ৫৬ মিটার (১৮৪ ফুট)), রিজ (১৮ তলা, ৫৬ মিটার (১৮৪ ফুট))) এবং লচ (১৮ তলা, ৫৬ মিটার (১৮৪ ফুট))। ওখানে মোট ৯৪১ টি আবাসিক ইউনিট আছে, এর সাথে আছে প্রমিত এপার্টমেন্ট, দ্বৈত এপার্টমেন্ট ও পেন্ট-হাউস।

হাইল্যান্ড পার্ক হল ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ওপরে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এর ঠিক সামনে যে শপিংমলটা অবস্থিত সেটা প্রায় ১৭৫,০০০ বর্গফুট (১৬,২৫৮ বর্গমিটার) জায়গা জুড়ে অবস্থিত।

হাইল্যান্ড পার্কের সামনে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস
ইলিউসন বার