রংকাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রংকাস (ইংরেজি ভাষায়: Rhonchus, বহুবচনে Rhonchi রংকি) ফুসসুসের ঘড়ঘড় শব্দবিশেষ, অনেকটা নাক ডাকার শব্দের মত। স্টেথিস্কোপ দিয়ে ফুসফুস পরীক্ষার সময় এই শব্দ শুনতে পাওয়া যায়। এটি সাধারণত কর্কশ ও অস্বাভাবিক। শ্বাসনালি ও বায়ুনালীতে অতিরিক্ত স্রাব সঞ্চয় হলে এই অবস্থার সৃষ্টি হয়। মিউকাস স্তর ফুলে উঠে বা টিউমারের কারণে বায়ুপথ বন্ধ হলেও এরকম শব্দ হয়।