বহেড়াতৈল ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°১৯′২৮″ উত্তর ৯০°৫′৫৭″ পূর্ব / ২৪.৩২৪৪৪° উত্তর ৯০.০৯৯১৭° পূর্ব / 24.32444; 90.09917
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বহেড়াতৈল
ইউনিয়ন
বহেড়াতৈল ঢাকা বিভাগ-এ অবস্থিত
বহেড়াতৈল
বহেড়াতৈল
বহেড়াতৈল বাংলাদেশ-এ অবস্থিত
বহেড়াতৈল
বহেড়াতৈল
বাংলাদেশে বহেড়াতৈল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৯′২৮″ উত্তর ৯০°৫′৫৭″ পূর্ব / ২৪.৩২৪৪৪° উত্তর ৯০.০৯৯১৭° পূর্ব / 24.32444; 90.09917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাসখিপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বহেড়াতৈল ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত সখিপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]

ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]

বহেড়াতৈল ইউনিয়নের মোট আয়তন ১০.৮১৫ একর।[১] ঘরবাড়ির সংখ্যা ৬২০৭ টি।[৩] গ্রাম সংখ্যা ১১ টি।[৪]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বহেড়াতৈল ইউনিয়নের মোট জনসংখ্যা ৫১,০০৩ জন।[২] প্রতি ব:কি: এ ৫৬৬ জন লোক বাস করে।[৩]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

সখিপুর উপজেলার তালতলা চত্তর থেকে আধ কিলোমিটার উত্তর হয়ে ৮ কিলোমিটার পশ্চিমে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ।[৫]

হাটবাজারের তালিকা[সম্পাদনা]

১। বহেড়াতৈল বাজারঃ- বহেড়াতৈল বাজার বহেড়াতৈল ইউনিয়নের সবচেয়ে বড় হাট। প্রতি বৃহস্পতিবার হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন জিনিসপত্র ক্রয় ও বিক্রয়ের জন্য এই বহেড়াতৈল হাটে আসে। সকাল হতেই লোকজনের সমাগম ঘটে। তরি-তরকারি থেকে শুরু করে গরু, মহিষ পর্যন্তও ক্রয় বিক্রয় হয়। সোমবারেও প্রায় সারাদিন শতেকখানি মানুষের সমাগম ঘটে। ঐদিন শুধু নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রই পাওয়া যায়। ইউনিয়ন পরিষদ ভবনের সাথেই এই বাজারের অবস্থান। আশপাশের গ্রাম গুলো হল, দক্ষিণে বেতুয়া, পূর্বে আমতৈল, উত্তরে ঘাটেশ্বরী। ২। কালিয়ান বাজারঃ এটি মুলত প্রতিদিন সকালে বাজার বসে, নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়,তরি-তরকারি থেকে মাছ,মাংস ও অন্যান্য দ্রবাদি পাওয়া তাছাড়া সপ্তাহে ২ দিন যথাক্রমে মঙ্গলবার ও শুক্রবারে বিকেলে হাট বসে। ৩। বেতুয়া থলচালা বাজারঃ সপ্তাহে শনিবার হাট বসে,এলাকার মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয় বিক্রয় হয়।

হাসপাতাল[সম্পাদনা]

সরকারী হাসপাতাল রয়েছে মোট ৬ টি :

এই হাসপাতাল গুলো থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা, পরিবার পরিকল্পনা সেবা এবং আরও অন্যান্য সেবা দেয়া হয় ।

বিস্তারিত জানতে হাসপাতালের নামের উপর ক্লিক করুন ।

. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র । . ইউনিয়ন সাব সেন্টার । . গোহাইলবাড়ী কমিউনিটি ক্লিনিক ।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] . বগা-প্রতিমা কমিউনিটি ক্লিনিক । . বেতুয়া কমিউনিটি ক্লিনিক । . কালিয়ান কমিউনিটি ক্লিনিক ।

শিক্ষা[সম্পাদনা]

স্কুলঃ-

বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়, বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগীরকোফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া উচ্চ বিদ্যালয়, গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ,ডাবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোহাইলবাড়ী আঃ গনি উচ্চ বিদ্যালয়, গোহাইলবাড়ী আমির উদ্দিন কলেজ,কালিয়ান উচ্চ বিদ্যালয়,

মাদ্রাসা:-

কালিয়ান দাখিল মাদ্রাসা, বেতুয়া পশ্চিমপাড়া বিশ্ব নবী (স:) হাফিজিয়া মাদ্রাসা, জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ও এতিম খানা ডাবাইল গোহাইলবাড়ি, বাইতুন নাবি হাফিজিয়া মাদ্রাসা,আমতৈল নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা [৬][৭]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

বহেড়াতৈলের সবচেয়ে ঐতিহ্যবাহী নকীল বিল বর্ষার মৌসুমে আশপাশের সকল থানা ও জেলার মানুষের আকর্ষণ হয়ে উঠে। এছাড়াও ঐতিহ্যবাহী বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরোত্তম) কর্তৃক স্থাপিত বাংলদেশের ২য় বৃহত্তম ৭৫ ফুট উচু বহেড়াতৈল মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এবং কালিয়ানের (বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী কর্তৃক স্থাপিত) শিশু পার্ক।বহেড়াতৈল ইউনিয়নের আরেকটি বিশেষ দর্শনীয় স্থান হচ্ছে বেতুয়া পশ্চিম পাড়া জামে মসজিদ। দুইতলা বিশিষ্ট এই মসজিদটি সুন্দর কারুকাজে পরিপূর্ণ। মসজিদটিতে বিশাল আকৃতির একটি মিনার রয়েছে। শুধু বহেড়াতৈল ইউনিয়ন নয়, পুরা সখিপুর উপজেলার মধ্যে এটি সর্ব বৃহত মসজিদ ও মিনার। মসজিদের সাথেই রয়েছে তিনতলা বিশিষ্ট হাফেজিয়া মাদ্রাসা। মাদ্রাসার নাম দেয়া হয়েছে বেতুয়া পশ্চিম পাড়া বিশ্ব নবী (সঃ) হাফেজিয়া মাদ্রাসা। ,[৮]

অর্থনীতি[সম্পাদনা]

অর্থনৈতিক দিক দিয়ে বহেড়াতৈল বেশ উন্নত

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

বিবিধ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এক নজরে বহেড়াতৈল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. উপজেলা ভিত্তিক ইউনিয়ন তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/Census2011/Dhaka/Tangail/Tangail_C01.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মে ২০১৩ তারিখে | টাঙ্গাইল জেলার তথ্য
  4. http://baharatoilup.tangail.gov.bd/node/369272[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. http://baharatoilup.tangail.gov.bd/node/369291[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. http://baharatoilup.tangail.gov.bd/node/430193[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. http://baharatoilup.tangail.gov.bd/node/711601[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. http://baharatoilup.tangail.gov.bd/node/369293[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]