মনিব ইকবাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনিব ইকবাল
Moneeb Iqbal
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমনিব মোহাম্মাদ ইকবাল
জন্ম (1986-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৮৬ (বয়স ৩৮)
গ্লাসগো, স্কটল্যান্ড, স্কটল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনলেগ-ব্রেক
সম্পর্কমোহাম্মাদ রমজান (দুলাভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৫)
১ এপ্রিল ২০০৯ বনাম আয়ারল্যান্ড
শেষ ওডিআই১৭ মে ২০১৩ বনাম পাকিস্তান
টি২০আই অভিষেক২২ মার্চ ২০১২ বনাম নেদারল্যান্ডস
শেষ টি২০আই৫ জুলাই ২০১৩ বনাম কেনিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৬ডারহার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০আই
ম্যাচ সংখ্যা ১২ ৩৫
রানের সংখ্যা ১৯২ ১৫৯ ৪৭৮ ৪৬
ব্যাটিং গড় ২৪.০০ ১০.৬০ ১৯.১২ ১৫.৩৩
১০০/৫০ –/১ –/– –/২ ০/০
সর্বোচ্চ রান ৬৩ ৪২ ৬৭ ৩১
বল করেছে ২৭০ ৮৪০ ৬৫৫ ৪৮
উইকেট ১৯ ১০
বোলিং গড় ৬৭.৫০ ৩৬.৭৩ ৬৪.৫৫ ২৯.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/৩৫ ৪/৩৬ ২/৮ ২/১৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৩/– ৭/– ৩/–

মনিব ইকবাল (জন্মঃ ২৮ ফেব্রুয়ারি ১৯৮৬) হলেন একজন স্কটিশ ক্রিকেটার। তিনি একজন ডান-হাতি ব্যাটসম্যান এবং লেগ-ব্রেক বোলার।[১] ২০০২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাত্র ১৫ বছর বয়সে মনিব স্কটল্যান্ডের হয়ে আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি ২০০৪ এবং ২০০৬ সালের একই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার মাধ্যমে ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে আগমন করেন।[২]

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

তার সময়ে আন্তর্জাতিক তালিকা অনুযায়ী মনিব ছিলেন স্কটল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের ইতিহাসে প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার। তিনি ২০০৪ সালের ডারহাম ক্রিকেট একাডেমীর সদস্য হন এবং ২০০৪ সাল থেকে দ্বিতীয় একাদশে তিনিধিত্ব করার পরে মনিব ২০০৬ সালের মে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। ইকবাল লো-অর্ডার ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় একাদশে এবং প্রথম শ্রেনীর ক্রিকেটে ট্যালেন্ডার হিসেবে ব্যাটিং করে থাকেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]