জিম্বাবুয়ের ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিম্বাবুয়ের ভূ-সংস্থানিক মানচিত্র
ডেনজভা পর্বত

জিম্বাবুয়ে একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। জিম্বাবুয়ের ভূ-প্রকৃতি মরু এবং সাভানা তৃণভূমি নিয়ে গঠিত। দেশটির অধিকাংশ এলাকা একটি মালভূমির উপর অবস্থিত। উত্তরে জাম্বেসি উপত্যকা এবং দক্ষিণে লিম্পোপো উপত্যকা। জিম্বাবুয়ের জলবায়ু মূলত উপক্রান্তীয়।