দ্যা ইয়াং শেফার্ডেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্যা ইয়াং শেফার্ডেস
শিল্পীউইলিয়াম এডলফ বুঁগেরো
বছর১৮৮৫ (1885)
ধরনক্যানভাসে তেলরঙ
অবস্থানসান দিয়েগো মিউজিয়াম অফ আর্ট, সান দিয়েগো

দ্যা ইয়াং শেফার্ডেস (ইংরেজি: The Young Shepherdess) ফরাসী চিত্রকর উইলিয়াম এডলফ বুঁগেরো অঙ্কিত ১৮৮৫ খ্রিস্টাব্দে সমাপ্ত একটি তৈলচিত্র। তৈলচিত্রটি বর্তমানে সান দিয়েগোতে অবস্থিত সান দিয়েগো মিউজিয়াম অফ আর্টে সংরক্ষিত রয়েছে।

বুঁগেরোর অন্যসব বিখ্যাত চিত্রের মত এই চিত্রটিরও মূল চরিত্র ভেড়া চরানো, খালিপায়ের, পবিত্র মুখাবয়বের এক গ্রামীণ কিশোরী।

বহিঃসংযোগ[সম্পাদনা]