চিরায়ত তড়িৎচুম্বকত্বের সহ-ভেদাংকভিত্তিক সূত্রায়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিরায়ত তড়িৎচুম্বকত্বের সূত্রগুলোকে বিশেষ আপেক্ষিকতার নিয়মে "সুস্পষ্ট সহ-ভেদাংকের" মাধ্যমে লেখার পদ্ধতিকেই চিরায়ত তড়িৎচুম্বকত্বের সহ-ভেদাংকভিত্তিক সূত্রায়ন (ইংরেজি ভাষায়: Covariant formulation of classical electromagnetism) বলে। সুস্পষ্ট সহ-ভেদাংকের মাধ্যশে লিখা বলতে সহ-ভেদাংকভিত্তিক চার-ভেক্টর বা টেন্সরের মাধ্যমে লেখাকে বোঝায়। এভাবে লেখার মাধ্যমে বোঝা যায়, চিরায়ততড়িৎচুম্বকত্বের সূত্রগুলো যে কোন জড় স্থানাংক ব্যবস্থায় একই রকম আচরণ করে। পাশাপাশি এর মাধ্যমে ক্ষেত্র ও বলগুলোকে এক জড় কাঠামো থেকে আরেক জড় কাঠামোতে অনুবাদ করা যায়।