গেয়র্গ বুশনার পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গেয়র্গ বুশনার পুরস্কার (জার্মান: Georg-Büchner-Preis) জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার। ১৯২৩ সালে গেয়র্গ বুশনারের স্মরণে পুরস্কারটির প্রবর্তন করা হয় এবং প্রথমদিকে কেবলমাত্র বুশনারের জন্মভূমি হেসেন থেকে আগত বা হেসেনের সাথে সম্পর্কিত শিল্পীদেরকে দেয়া হত। এটি চিত্রধর্মী শিল্পী, কবি, অভিনেতা এবং গায়কদেরকে প্রদান করা হত।

১৯৫১ সালে পুরস্কারটি একটি সাধারণ পুরস্কারে পরিবর্তন করা হয় এবং ডয়চে আকাডেমি ফুর ষ্প্রাখে উন্ড ডিশটুং বাৎসরিকভাবে পুরস্কারটি প্রদান করা শুরু করে। বর্তমানে জার্মান ভাষার সমস্ত সাহিত্যিকদেরকে এটি প্রদান করা হয় এবং পুরস্কার বিজয়ীরা ডার্মষ্টাট শহরে পুরস্কার গ্রহণ করেন ও বক্তৃতা দেন। ২০০২ সাল থেকে পুরস্কারটির সাথে ৪০ হাজার ইউরো-ও প্রদান করা হয়।

১৯৫১ সাল থেকে গেয়র্গ বুশনার পুরস্কার বিজেতাদের নাম[সম্পাদনা]

১৯২৩-১৯৫০ সালের পুরস্কার বিজেতাদের নাম[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]