জোয়েল শের্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জোয়েল শের্ক (ফরাসি : [jɔɛl ʃɛʁk]; ২৭ মে ১৯৪৬ – ১৬ মে ১৯৮০)[১] একজন ফরাসি তাত্ত্বিক পদার্থবিদ ছিলেন যিনি স্ট্রিং থিওরি এবং সুপারগ্রাভিটি নিয়ে গবেষণা করেছিলেন। [২]

তিনি জন শোয়ার্জের সাথে একোল নরমাল সুপেরিয়োরে কাজ করার সময় দেখেন যে, স্ট্রিং তত্ত্ব যেসব রহস্যময় বার্তাবাহী কণিকার অস্তিত্ব ঘোষণা করে। যাদেরকে বিজ্ঞানীরা অবাঞ্ছিত এবং স্ট্রিং তত্ত্বের ত্রুটি হিসাবে বিবেচনা করেছিলেন। সেগুলি আসলে মহাকর্ষের সাথে সংশ্লিষ্ট মৌল কণা গ্রাভিটনের অনুরূপ। এভাবে ১৯৭৪ সালে তারা আবিষ্কার করেন যে, ফোটন (তাড়িৎ-চৌম্বক বলের কণা), দুর্বল গজ বোসন (দুর্বল নিউক্লীয় বলের কণা), গ্লুয়ন (সবল নিউক্লীয় বলের কণা) এবং গ্রাভিটন (মহাকর্ষ বলের কণা); অর্থাৎ যাবতীয় বলকণা তথা বলসমূহকে স্ট্রিং তত্ত্ব ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ এটিই সেই বহুল প্রত্যাশিত কোয়ান্টায়িত মহাকর্ষ তত্ত্ব।

১৯৭৯ সালে স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ হলে শের্ক আত্মহত্যা করেন।

একোল নরমাল সুপেরিয়োর-এর উচচ-শক্তি তত্ত্বের পাঠাগার লাবোরাতোয়ার দ্য ফিজিক তেওরিক তার নামে উৎসর্গীকৃত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Schwarz, John H. (২০১২)। Cappelli, Andrea; Castellani, Elena; Colomo, Filippo; Di Vecchia, Paolo, সম্পাদকগণ। The scientific contributions of Joël Scherk। Cambridge: Cambridge University Press। পৃষ্ঠা 496–508। আইএসবিএন 978-0-521-19790-8 
  2. INSPIRE-HEP list of Joël Scherk's scientific publications: http://inspirehep.net/search?p=find+author+joel+scherk