উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সফটওয়্যার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সফটওয়্যার/টেমপ্লেট

স্বাগতম উইকিপ্রকল্প সফটওয়্যারে
বিন্দু বিন্দু সম্পাদনায় গড়ে তুলছি উইকিপিডিয়া!



"সফটওয়্যার" উইকিপ্রকল্পে আপনাকে সুস্বাগতম! এটি একটি উইকিপিডিয়া প্রকল্প যার মূল উদ্দেশ্য "সফটওয়্যার" সম্পর্কিত সকল নিবন্ধ যোগ, উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন কাজের মাধ্যমে সফটওয়্যারের সব শাখাকে উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে উপস্থাপন। এটি একটি মুক্ত এবং খোলামেলা জায়গা। যে কেউ সফটওয়্যার সম্পর্কিত যে কোন নিবন্ধ উন্নয়নের জন্য যোগ দিতে পারে। যদি আপনি আগ্রহী থাকেন তবে "অংশগ্রহণ" অংশে আপনার নাম যোগ করুন। উইকিপ্রকল্প কি তা জানার জন্য আরো দেখুন উইকিপিডিয়া:উইকিপ্রকল্প

উদ্দেশ্য[সম্পাদনা]

এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হল নিম্নরূপ:

  • উইকিপিডিয়ায় সফটওয়্যার সম্পর্কিত সকল নিবন্ধ যোগ করা সফটওয়্যার-সম্পর্কিত নিবন্ধসমূহ
  • উইকিপিডিয়ায় সফটওয়্যার সম্পর্কিত সকল বিষয়শ্রেণীর সঠিকভাবে সংযোগ স্থাপন।
  • সকল সফটওয়্যার সম্পর্কিত নিবন্ধের টেমপ্লেটগুলোকে উন্নয়ন।

পরিব্যাপ্তি[সম্পাদনা]

উইকিপ্রকল্প সফটওয়্যার উইকিপিডিয়ার সেইসব পাতা বা নিবন্ধ নিয়ে কাজ করবে যা কম্পিউটার এবং মোবাইল ব্যবস্থাপনা বা উপযোগিতায় বা সাধারণ কাজে ব্যবহৃত হয়। আমাদের উদ্দেশ্য হবে সফটওয়্যার সম্পর্কিত নিবন্ধসমূহের উপস্থাপনা, মান এবং সাজানোর উপর

  • সকল কম্পিউটার সম্পর্কিত সফটওয়্যার
  • ক্ষতিকারক সফটওয়্যার (ভাইরাস, এডঅয়্যার, স্পাইঅয়্যার ইত্যাদি)
  • নিরাপত্তা সম্পর্কিত সফটওয়্যার
  • তথ্য নিরাপত্তা আলোকে যেসব সফটওয়্যার রয়েছে
  • ফ্রি সফটওয়্যার
  • সকল মোবাইল সম্পর্কিত সফটওয়্যার

নিবন্ধ শুরু করার আগে[সম্পাদনা]

নিবন্ধ যখন সম্পাদনা করবেন তখন কিছু বিষয় মনে রাখতে হবে- পাঠকবান্ধব

সম্পাদনা করার সময় প্রাথমিক উদ্দেশ্য হিসেবে মনে রাখতে সহজবোধ্যতার কথা। পাঠকরা যাতে করা প্রযুক্তিগত সংজ্ঞাগুলো সহজে বুঝে তা নিশ্চিত করা। প্রযুক্তিগত সংজ্ঞাগুলো যারা জানেন তারা হয়ত সহজেই ধরে ফেলতে পারবেন। কিন্তু যারা সাধারণ পাঠক বা প্রযুক্তির বিষয়ে সার্বিক জ্ঞান রাখেন না বা নতুন (সংজ্ঞা) তাদের কাছে যাতে সেগুলো সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়। নীতি

যাচাই

যাচাই যোগ্যতার ক্ষেত্রে নিশ্চিত করুন যে নিবন্ধে যাতে কিছু হলেও তথ্যসূত্র থাকে। অবশ্যই তা লিখার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেক্ষেত্রে বির্তক আছে এমন লিখা লেখা হবে তাতে অবশ্যই উদ্ধৃতি যোগ করতে হবে। তথ্যসূত্র এবং উদ্ধৃতি অন্য ব্যবহারকারি ও পাঠকদের তথ্য উৎস্য সম্পর্কে অবহিত করবে। প্রয়োজনে পরবর্তীতে উল্লেখ্য বা আলোচনার জন্য নির্বাচন করা যাবে।

উৎস্য নির্দেশের জন্য আরো তথ্যের জন্য দেখুন উইকিপিডিয়া:উৎসনির্দেশCiteseer and Google Scholar এই দুটি কম্পিউটার বিজ্ঞান সম্পর্কিত নিবন্ধের জন্য তথ্যসূত্র এবং উদ্ধৃতির ভাল উৎস হতে পারে। .

টেমপ্লেট[সম্পাদনা]

এই উইকিপ্রকল্পে অংশগ্রহনকারি তার নিজের পাতায় এই তথ্য সংযুক্ত করতে পারেন:

টেমপ্লেট:ব্যবহারকারী উইকিপ্রকল্প সফটওয়্যার

এই বক্সটি আপনার পাতায় লিখুন যুক্ত করতে:

{{ব্যবহারকারী উইকিপ্রকল্প সফটওয়্যার}}

ট্যাগ/যুক্ত করা[সম্পাদনা]

সব নিবন্ধ যেগুলো এই প্রকল্পের আওতায় পড়ে সেগুলো প্রকল্প ব্যানার দিয়ে ট্যাগ করা প্রয়োজন উইকিপ্রকল্প সফটওয়্যার: টেমপ্লেট:উইকিপ্রকল্প সফটওয়্যার ট্যাগ করার জন্য একটি নিবন্ধের আলোচনা পাতার উপরে নিম্নোক্ত কোডটি সংযুক্ত করুন {{উইকিপ্রকল্প সফটওয়্যার|class=|importance=}}

কি করতে হবে/কার্যতালিকা[সম্পাদনা]

  • যে সমস্ত নিবন্ধ নেই তা সৃষ্টি (যে কোন নিবন্ধ সৃষ্টির পূর্বে ভাল করে সার্চ করে নিতে হবে তা আগেই সৃষ্টি করা হয়েছে কিনা)
  • ছবি যোগ
  • তথ্যসূত্র যোগ
  • উদ্ধৃতি যোগ
  • নিবন্ধটি অন্য নিবন্ধের সাথে যোগ
  • বিষয়শ্রেণী যোগ
  • একই নিবন্ধ দুবার থাকলে একটি রেখে অন্যটি দ্রুত অপসারন করার অনুরোধ
    • দ্রুত অপসারনের পূর্বে অবশ্যই পর্যাপ্ত প্রমাণ দেখাতে হবে।
    • সংশ্লিষ্ট আলাপ পাতায় আলোচনা করতে হবে
  • দ্ব্যতার্থতা নিরসন
  • প্রয়োজনীয় টেমপ্লেট যোগ
  • টেমপ্লেটের বিষয়শ্রেণী সাজানো

নিবন্ধ শ্রেণী[সম্পাদনা]


যেসমস্ত নিবন্ধের আপডেট এবং সম্পাদনা ও পরিষ্করণ প্রয়োজন[সম্পাদনা]

অংশগ্রহণ[সম্পাদনা]

অনুগ্রহ করে যোগ দিন নিজের পছন্দ মত যে কোন বিষয় উইকিপিডিয়া নিয়ম অনুযায়ী সম্পাদনা করে সাহায্য করুন।

নিচের সারনিতে অংশগ্রহনকারিদের তালিকা রয়েছে। আপনার নাম যোগ করুন।


ব্যবহারকারি (আলাপ অবদান) র‍্যাংক দক্ষতা মন্তব্য বর্তমান অবস্থা
Usarker (T C) Member কম্পিউটিং আমি ছাত্র টেমপ্লেট:Active2