রিকার্দো গাব্রিয়েল আলবারেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিকি আলবারেস
২০১১ সালে ইন্তারনাজিওনালেতে আলবারেস।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রিকার্দো গাব্রিয়েল আলবারেস
জন্ম (1988-03-12) ১২ মার্চ ১৯৮৮ (বয়স ৩৫)
জন্ম স্থান বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান অ্যাটাকিং মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্তারনাজিওনালে
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
২০০৫–২০০৬ বোকা জুনিয়র্স
২০০৬–২০০৮ বেলেস সার্সফিল্দ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০১১ বেলেস সার্সফিল্দ ৪২ (৫)
২০১১– ইন্তারনাজিওনালে ৭৩ (১১)
জাতীয় দল
২০১১– আর্জেন্টিনা (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৭ জুন ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

রিকার্দো "রিকি" গাব্রিয়েল আলবারেস (স্পেনীয়: Ricardo Gabriel Álvarez, জন্ম ১২ এপ্রিল ১৯৮৮) একজন আর্জেন্টিনীয় ফুটবলার যিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সিরি এ এর ক্লাব ইন্তারনাজিওনালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেন।

ক্লাব কর্মজীবন[সম্পাদনা]

প্রারম্ভিক কর্মজীবন[সম্পাদনা]

শৈশবে, আলবারেস কাবায়িতো জুনিয়র্স এবং ক্লাব প্রাকের হয়ে পাপি ফুত (Papi fut; মধ্য আমেরিকায় জনপ্রিয় এক ধরনের বিশেষ ফুটবল) খেলেন। এরপর তিনি অল্প কিছু দিন বোকা জুনিয়র্সের যুব বিভাগেও কাটান।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Martín Manrupe (১৫ এপ্রিল ২০১১)। "Talentos de Exportación: Ricky Álvarez, la magia polifuncional que necesita Europa" (স্পেনীয় ভাষায়)। Goal.com। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৪