কাঁটা মুকুট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাঁটা মুকুট
Euphorbia milii
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Malpighiales
পরিবার: Euphorbiaceae
গণ: ইউফরবিয়া
প্রজাতি: E. milii
দ্বিপদী নাম
Euphorbia milii
Des Moul.

কাঁটা মুকুট বা ইউফরবিয়া মিলি (ইংরেজি: crown of thorns, Christ plant, Christ thorn) (বৈজ্ঞানিক নাম: Euphorbia milii) হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ইউফরবিয়া গণের একটি প্রজাতি। এদের আদি নিবাস মাদাগাস্কারBaron Milius, যিনি প্রজাতিটিকে ১৮২১ সালে ফ্রান্সে চালু করেছিলেন, তার স্মরণে এবং তার সম্মানার্থে প্রজাতির নামকরণ করা হয়েছে।[১] এটি অনুমান করা হয় যে প্রজাতিটিকে মধ্যপ্রাচ্যে প্রাচীনকালে চালু করা হয়, এবং এই কথা পৌরাণিক রূপ পায় যে যে যিশু খ্রিস্ট এর কাঁটার মুকুট পরেছিলেন।[১]

বিবরণ[সম্পাদনা]

এই গাছ পানি ও সরাসরি সূর্যের আলো পছন্দ করে। তাই নিয়মিত পানি দিতে হবে। গাছ দ্রুত বৃদ্ধির জন্য পুরনো ও বাদামী পাতা, পাতাছাড়া ডাল কেটে ফেলতে হবে। তবে ফাঙ্গাস রোগ এড়ানোর জন্য মাটিতে পরা মৃত ও ঝরে পরা পাতা সরিয়ে ফেলতে হবে। ডাল কাটার সময় একদম ডালের গোঁড়া থেকে কাটতে হবে। এর জন্য অবশ্যই প্লাস্টিকের গ্লাভস আর লম্বা কাঁচি ব্যবহার করতে হবে। সাদা কষ বন্ধ করার জন্য কেটে ফেলা জায়গায় বরফ ঠাণ্ডা পানি দিতে হবে।

গ্যালারি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ombrello, Dr T., Crown of Thorns, Plant of the Week, UCC Biology Department, ১৭ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০০৯