নবারুণ ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নবারুণ ভট্টাচার্য
জন্ম২৩ জুন ১৯৪৮
বহরমপুর, পশ্চিমবঙ্গ, ভারত
মৃত্যু৩১ জুলাই ২০১৪(2014-07-31) (বয়স ৬৬)
কলকাতা
পেশালেখক
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
শিক্ষাকলকাতা বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য রচনাহারবার্ট, কাঙ্গাল মালসাট
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্য অকাদেমি পুরস্কার
দাম্পত্যসঙ্গীপ্রণতি ভট্টাচার্য
আত্মীয়বিজন ভট্টাচার্য (পিতা)
মহাশ্বেতা দেবী (মাতা)

নবারুণ ভট্টাচার্য (২৩ জুন ১৯৪৮ – ৩১ জুলাই ২০১৪) ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক।[১] তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৭) ও বঙ্কিম পুরস্কার (১৯৯৬) গ্রহণ করেছেন। হারবার্ট, কাঙ্গাল মালসাট ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। তিনি লেখিকা মহাশ্বেতা দেবী এবং নাট্যকার বিজন ভট্টাচার্যের পুত্র।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

স্কুল জীবনে তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভূতত্ত্ব ও পরবর্তীতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন।[১] চাকরি জীবনে তিনি ১৯৭৩ সালে একটি বিদেশি সংস্থায় যোগ দেন এবং ১৯৯১ পর্যন্ত সেখানে চাকরি করেন। এরপর কিছুদিন বিষ্ণু দের ‘সাহিত্যপত্র’ সম্পাদনা করেন এবং ২০০৩ থেকে ‘ভাষাবন্ধন’ নামের একটি পত্রিকা পরিচালনা করেন। একসময় দীর্ঘদিন তিনি ‘নবান্ন’ নাট্যগোষ্ঠী পরিচালনা করেছেন।

গ্রন্থতালিকা[সম্পাদনা]

কাব্যগ্রন্থ[সম্পাদনা]

  • এই মৃত্যু উপত্যকা আমার দেশ না (১৯৮৩)
  • পুলিশ করে মানুষ শিকার (১৯৮৭)
  • রাতের সার্কাস

ছোটগল্প[সম্পাদনা]

  • হালাল ঝাণ্ডা (১৯৮৭)
  • নবারুন ভট্টাচার্যের ছোটগল্প (১৯৯৬)
  • নবারুন ভট্টাচার্যের শ্রেষ্ঠ গল্প
  • ফ্যাতাড়ুর কুম্ভীপাক
  • ফ্যাতাড়ুর বোম্বাচাক
  • ফ্যাতাড়ু বিংশতি

উপন্যাস[সম্পাদনা]

  • হারবার্ট (১৯৯৩)[২]
  • যুদ্ধ পরিস্থিতি (১৯৯৬)
  • অটো ও ভোগী
  • ফ্যাতাড়ু ও চোক্তার
  • কাঙাল মালসাট
  • মবলগে নভেল
  • খেলনা নগর
  • লুব্ধক (২০০৬)

অন্যান্য[সম্পাদনা]

জোড়াতালি (২০১৭)

চলচ্চিত্র[সম্পাদনা]

নবারুণ ভট্টাচার্যের উপন্যাস হারবার্ট অবলম্বনে পরিচালক সুমন মুখোপাধ্যায় তার হারবার্ট চলচ্চিত্রটি নির্মাণ করেন। ২০১৩ সালে তার ফ্যাতাড়ু সম্পর্কিত উপন্যাস কাঙাল মালসাট চলচ্চিত্রায়িত হয়।[৩]

পুরস্কার[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

নবারুণ ভট্টাচার্য ২০১৪ সালের ৩১ জুলাই আন্ত্রিক ক্যান্সারের কারণে কলকাতায় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তবুও মৃত্যু ওনাকে স্পর্শ করেনি তিনি এখনো বেঁচে আছে মানুষের মনে বসবাস করা পুরন্দর ভাট, ভদি , ফ্যাতাড়ু , চোক্তার এদের মধ্যে দিয়ে।[৪][৫][৬][৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. কার্তিক চন্দ্র দত্ত, সম্পাদক (১৯৯৯)। Who's who of Indian Writers, 1999: A-Mকলকাতা: সাহিত্য অকাদেমি। পৃষ্ঠা ১৬৪। আইএসবিএন 81-260-0873-3 
  2. "An Indian Writer in Japan"। textualities.net। ২০০৭। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৪ 
  3. "Suman's next based on Nabarun Bhattacharya's story"। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৭ 
  4. "Writer Nabarun Bhattacharya Dies at 66"outlookindia.com। ৩১ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৪ 
  5. "Noted writer Nabarun Bhattacharya no more"news.webindia123। ৩১ জুলাই ২০১৪। ২০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৪ 
  6. "Writer Nabarun Bhattacharya passes away"নিউ এজ। ৩১ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৪ 
  7. "সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য আর নেই"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]