উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০১৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Dr.Abdullah Al Noman[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ার নীতিমালার সাথে পরিচিত।আমি উইকিপিডিয়ায় নিয়মত কাজ করছি।আমি কিছু গুরুত্বপূর্ণ নিবন্ধ তৈরি করেছি।বাংলা উইকিপিডিয়ার ইংরেজি,জাপানি ইত্যাদি উইপিডিয়ার প্রকল্পে কাজ করছি।আমি এই অধিকারের মাধ্যমে উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধ করব।আর উইপিডিয়ায় নিবন্ধে ভুল সংশোধন করব। Dr.Abdullah Al Noman (আলাপ) ০৭:৪৬, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 বিরোধিতা-অন্য ব্যবহারকারীদের সম্পর্কে অত্যন্ত অপমানজনক গালাগালি করার কারণে ও সকপাপেটের অভিযোগে এই ব্যবহারকারীকে কিছুদিন আগেই অনির্দিষ্টকালের জন্য প্রশাসক নাহিদ ব্লক করেছেন। যাই হোক, তিনি আবার নতুন অ্যাকাউন্ট খুলেছেন। তাছাড়া আইপি থেকে অপ্রয়োজনীয় টেমপ্লেট তৈরী ও ধ্বংসপ্রবণ সম্পাদনা এখনো অব্যাহত রয়েছে। ইনি যে নিবন্ধ তৈরী করেন, সেগুলি বেশিরভাগ এক বা দুই লাইনের হয়ে থাকার ফলে সম্পূর্ণতাও লাভ করেনা। ইনি এখনই স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার লাভ করার মতো বিশ্বাসযোগ্যতা আদায় করতে পারেননি বলে আমি মনে করি। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:০৪, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আমি কখনোই একদুই লাইনের তৈরী করিনি।যেমনঃপ্রোটোপ্লাজম,জটিল কলা,লিমা ইত্যাদি পাতা সম্পূর্ণ করেছি।মানুষ মাত্রই ভুল করে।আপনি ত একদিন ভুল করেছেন।আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি।Dr.Abdullah Al Noman (আলাপ) ০৮:৩৭, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি আপনার সম্পাদনাগুলি পর্যালোচনা করেই আমি আপনাকে এই অধিকারটি দিতে পারছি না। আপনি এখনো অসম্পূর্ণ নিবন্ধ তৈরি করছেন। এই অধিকারটি তাদেরই দেয়া হয় যাদের সম্পাদনা ইতিহাসে এই বিশ্বাস প্রকাশ পেয়েছে যে, তাঁরা মানসম্মত, সম্পূর্ণ নিবন্ধ লিখেন। আমার মনে হয় না আপনি একটি এটি এখনো অর্জন করতে পেরেছেন। হতাশ হবেন না, নিয়মিত সম্পাদনা চালিয়ে যান। আশা করি খুব তাড়াতাড়ি আপনি এই অধিকার পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। (লক্ষ্য করুন, এই অধিকারের সাথে ধ্বংসপ্রবণতা রোধ করার কোন সম্পর্ক নেই। নিবন্ধে ভুল সংশোধন করতেও এই অধিকারের দরকার নেই। বিস্তারিত) --আফতাব (আলাপ) ১৫:৫৩, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ আফতাব ভাই।Dr.Abdullah Al Noman (আলাপ) ০০:৪২, ১৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Mouryan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বিগত সাড়ে সাত মাস​ ধরে বিবিধ নিবন্ধের সৃষ্টি তথা ছোট বড় অনেক সম্পদনা করেছি, ফাইল ও আপলোড করেছি। ইতিমধ্যেই উইকিপিডিয়ায় অনেকটা দক্ষতাও অর্জন করতে পেরেছি। সম্প্রদায়ে একটি আস্থা ও বিশ্বাসের জায়গাও তৈরি করতে পেরেছি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাই আমি এই স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটির জন্য আবেদন জানাচ্ছি। এই অধিকারটি পেয়ে যাওয়া আমার জন্য একটা বিশাল অনুপ্রেরণারও কাজ করবে।

আশা করি ভবিষ্যতে আরো ভাল কাজ করবো। :) Mouryan (আলাপ) ১৬ঃ০৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

যে-সকল ব্যবহারকারী জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে আবগত এবং তা উইকিপিডিয়ায় সম্পাদনা ও বিষয়বস্তু যোগের ক্ষেত্রে মেনে চলার মধ্য দিয়ে উইকিপিডিয়ায় নিয়মিতভাবে ৫০টিরও বেশি নিবন্ধ তৈরি করেছেন সচরাচর তাদেরকেই এই অধিকার দেওয়া হয়। আরো পড়ুন: উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ। --মহীন রীয়াদ (আলাপ) ১৬:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি ৫০টি নিবন্ধ হলে এটি এমনিতেই প্রশাসকরা একাউন্টের সাথে যুক্ত করে দেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪৭, ১২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

H M Sabbir[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি এই তথ্য কোষে কিছু ভাল ও সত্য তথ্য যোগ করতে চাই H M Sabbir (আলাপ) ১৫:০০, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদান বলতে গেলে নেই বললেই চলে। আর উইকিপিডিয়ায় কিছু ভাল ও সত্য তথ্য যোগ করতে চাইলে আপনি যোগ করতে পারেন, এই জন্য স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারের প্রয়োজন নেই। --আফতাব (আলাপ) ১৫:১৮, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Shuvokhan123[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক Shuvokhan123 (আলাপ) ১৭:২৮, ৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি) I want to add this offer/ right to give some extrafacilities . — Shuvokhan123 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।[উত্তর দিন]

 করা হয়নি -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪৩, ৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

MHP07[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাং লা উইকিপিডিয়াতে জীবনী আরো বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধ যোগ ও নিবন্ধের মানোন্নয়নে কাজ করছি।আমি উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে পরিচিত ও তা উইকিপিডিয়ায় সম্পাদনা ও বিষয়বস্তু যোগের ক্ষেত্রে তা মেনে চলি।আমি ৫০টি আর্টিকেল তৈরী করেছি আর ৬১০টি+ এডিট করেছি।আর আমার বৈশ্বিক এডিট ৭৩৯+।----Minister of Welfare CHAT০৫:৩৭, ৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি) MHP07 (আলাপ) ০৫:৩৭, ৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি করণ আফতাবের পুরাতন কথাগুলো সুন্দরভাবেই কাভার করেছে। (আপনার সম্পাদনাগুলি পর্যালোচনা করেই আমি আপনাকে এই অধিকারটি দিতে পারছি না। আপনি এখনো অসম্পূর্ণ নিবন্ধ তৈরি করছেন। এই অধিকারটি তাদেরই দেয়া হয় যাদের সম্পাদনা ইতিহাসে এই বিশ্বাস প্রকাশ পেয়েছে যে, তাঁরা মানসম্মত, সম্পূর্ণ নিবন্ধ লিখেন। আমার মনে হয় না আপনি একটি এটি এখনো অর্জন করতে পেরেছেন। হতাশ হবেন না, নিয়মিত সম্পাদনা চালিয়ে যান। আশা করি খুব তাড়াতাড়ি আপনি এই অধিকার পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। - আফতাব)--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪৬, ৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Obangmoy[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

মহাশয়, আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত নিবন্ধকার এবং সম্পাদক।বাংলা ভাষা তথা বাংলাভাষী মানুষের বিষয়ে নিবন্ধ রচনা সম্পর্কে সতত আগ্রহী।বাংলা উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবহাল।স্বয়ংক্রিয় পরীক্ষকের সুবিধা প্রদান করলে আমার কাজ আরও সুষ্ঠুভাবে পালনের আশা রাখি। বাবলু (আলাপ) ১৯:৫৩, ১৪ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয়, আপনি বেশ কিছু নিবন্ধ তৈরী করেছেন ঠিকই কিন্তু আপনার তৈরী করা নিবন্ধ গুলির মধ্যে বেশিরভাগই ছোট বা অসম্পূর্ণ। নিবন্ধগুলিতে তথ্যসূত্রেরও যথেষ্ট অভাব রয়েছে। সেই কারণে এই মুহুর্তে এই অধিকার আপনাকে দেওয়া যাচ্ছে না। এই অধিকার তাঁদেরকেই দেওয়া হয়ে থাকে, যারা উইকিপিডিয়ার নীতিমালা মেনে সম্পূর্ণ সুন্দর নিবন্ধ তৈরী করে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হন। ধ্বংসপ্রবণতা রোধে এই অধিকারের কোন সম্পর্ক নেই। দয়া করে হতাশ হবেন না, এই অধিকার না থাকলেও আপনার নিবন্ধ তৈরী করতে ও সম্পাদনা করতে কোন অসুবিধা হবে না। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:৪০, ১৪ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:বলরাম[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বাংলা উইকিপিডিয়ায় তুলনামূলকভাবে নতুন হলেও নিয়মিত অবদান রাখার চেষ্ঠা করছি। উইকিডিয়ায় নিবন্ধ সুরক্ষা এবং অবৈধ সম্পাদনা দ্রুত অপসারণের ক্ষেত্রে দ্রুতশীল উদ্যোগ নেয়ার জন্য আমার পর্যবেক্ষণ অধিকার প্রয়োজন। ধ্বংসপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় এবং অমিমাংসীত সম্পাদনাগুলো যাচাইয়ের জন্য নিরীক্ষকের অধিকারের জন্য আবেদন করছি। বলরাম (আলাপ) ০৯:০৪, ১ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

দুঃখিত, আপনাকে এই অধিকারটি দেয়া গেল না। এই পাতাটি স্বয়ংক্রিয় পরীক্ষণ অবেদনের জন্য, নিরীক্ষক আবেদনের জন্য নয়। উইকিপিডিয়ায় আপনি একদম নতুন। বাংলা উইকিতে নিয়মিত অবদান রাখুন। অভিজ্ঞতা অর্জন করুন। তারপর অধিকার পাওয়ার আবেদন করুন। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১০:৩২, ১ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Shahadat.natore6400[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি এই অধিকারটি পেতে চাই কারন উইকিপিডিয়ায় নিবন্ধ সম্প্রসারণের সময় এমন অনেক নিবন্ধ পেয়েছি যেগুলোর কোন গ্রহনযোগ্যতা ও যাচাইযোগ্যতা নেই। এছাড়াও অনেক নিবন্ধের রচনাশৈলী ঠিক নেই এবং কপিরাইট মেনে চলে নি। এক্ষেত্রে ঐ সকল নিবন্ধে আমি ভূমিকা রাখতে পারব | এছাড়া আমি যদি এ অধিকারটি লাভ করি তবে উইকিপিডিয়াতে আরো ভালো অবদান রাখতে পারব। তাই অনুগ্রহ করে আমার আবেদনটি বিবেচনা করলে কৃতজ্ঞ হব। Shahadat.natore6400 (আলাপ)

আপনি যে জন্য এই অধিকারের আবেদন করেছেন তার সাথে এই অধিকারের কোন সম্পর্ক নেই। বিস্তারিত পড়ুন। --আফতাব (আলাপ) ১৫:১০, ১৩ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আমি বিস্তারিত পড়েছি এবং আমি যে কারন অধিকার চেয়েছি তার ব্যতিক্রম দেখতে পাই নি | অনুগ্রহ করে জানাবেন আপনার কেন মনে হয়েছে এ অধিকারের সাথে আমার আবেদনের সম্পর্ক নেই? - Shahadat.natore6400 (আলাপ) ১৬:১৬, ১৩ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি সেসব ক্ষেত্রে ভূমিকা রাখার কথা বলেছেন এই অধিকার ছাড়াই আপনি সেসব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। এই অধিকারটি আপনার অবদান রাখায় বিশেষ কোন সুবিধা যোগ করবে না। --আফতাব (আলাপ) ১৬:৪০, ১৩ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে যাদের এ অধিকার রয়েছে তারা কোন বিশেষ কাজে সুবিধা পাচ্ছে? Shahadat.natore6400 (আলাপ) ০১:৫৩, ১৪ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
না, কেউ বিশেষ কাজে সুবিধা পাচ্ছে না। তবে এই অধিকার পেলে সাম্প্রতিক পরিবর্তনে ব্যবহারকারী অবদানের পাশে লাল রঙে (! চিহ্ন) আসে না। ফলে সাম্প্রতিক পরিবর্তন পেট্রোল করার সময় তাদের অবদানগুলি পরীক্ষা করা হয় না। আমি আপনার বেশ কিছু অবদান দেখলাম। আমার মনে হয় আপনার অবদান এখনো পরীক্ষা করে দেখার প্রয়োজন আছে। অধিকার পাওয়া কোন পুরস্কার নয়। তাই হতাশ হবেন না। বাংলা উইকি এগিয়ে নিয়ে নিয়মিত আবদান রাখুন। আশা করি খুব শিগ্রই এই অধিকারটি আপনি পেয়ে যাবেন। :) --আফতাব (আলাপ) ১৪:৫৭, ১৪ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি আমরা অধিকারের জন্য আবেদনকারী ব্যবহারকারীদের কাছ থেকে নূন্যতম অধিকারটি সম্পর্কে জ্ঞন আশা করতেই পারি।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২০, ১৫ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Knight khalifa[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি নিয়মিত বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধির জন্য কাজ করছি। আমি ১০+ বেশি নিবন্ধ এবং ৯৫+ সম্পাদনা করেছি। আমি আমার আর্টিকেলগুলো সম্পুর্ণ করেছি। আমি নিয়মিত নতুন তথ্যসমূহ হালনাগাদ করি। আমি আমার আর্টিকেলগুলো সম্পুর্ণ করার চেষ্টা করছি। আমার সামারস্লাম (২০১৫) আর্টিকেলটি দেখলে বুঝতে পারবেন আমার আর্টিকেলগগুলো সম্পূর্ণ। আর কিছু আর্টিকেল যেমন-নাইট অব চ্যাম্পিয়নস (২০১৫) এবং হেল ইন আ সেল (২০১৫) আর্টিকেল লিখেছি। এই গুলো আসন্নবর্তী তাই প্রায় আপডেট দিতে হয়। আমি এর রকম কাজ এখন করছি এবং ভবিষ্যৎ এ ও করব। আমার অবদান গুলো দেখেই আমাকে অধিকার দেবেন। আমার যোগ্যতা যাচাই করে দিন। যদি আমি এর জন্য যোগ্য না হয় তাহলে আমাকে জানাবেন কিভাবে আমি এর জন্য যোগ্য হব। Knight khalifa (আলাপ) ০৮:৩১, ৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। দুঃখিত আপনাকে আমি এখন এই অধিকারটি দিতে পারছি। আপনার মোট সম্পাদনা ১২৯টি, এত কম সম্পাদনা দিয়ে আমি আপনাকে যাচাই করতে পারছি না। তা ছাড়া আপনার তৈরিকৃত ১৫টি নিবন্ধের মধ্যে ৭টি অসম্পূর্ণ। অধিকার পাওয়া কোন পুরস্কার নয়। তাই হতাশ হবেন না। নিয়মিত সম্পাদনা করা চালিয়ে যান। নিবন্ধ তৈরি করলে তা সম্পূর্ণ করার চেষ্টা করুন। আশা করি খুব শিগ্রই এই অধিকারটি আপনি পেয়ে যাবেন। :) --আফতাব (আলাপ) ১৬:১৪, ৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Acewikit[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়োমিত লেখক। আমি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিয়নে সদা সচেষ্ট। আমার সম্পাদনা ইতিহাসে এটি সুস্পষ্ট যে, আমি নিবন্ধে অবাঞ্ছিত লেখা যোগ করবো না। তাছাড়া আমি প্রায়শই নতুন বিষয়বস্তু যোগ করে থাকি। যা আমার সম্পাদনা ইতিহাসে সুস্পষ্ট বলে আমি মনেকরি। এমত অবস্থায় আমার কাঙ্খিত আধিকার প্রদানে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। উইকিট (আলাপ) ১৯:৩৩, ২১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি এই অধিকারটি সাধারণত যারা নিয়মিত নিবন্ধ তৈরি করেন এবং ৫০টির বেশি নিবন্ধ তৈরি করেছেন তাদেরকেই দেওয়া হয়। আপনি এখন পর্যন্ত একটি নিবন্ধ তৈরি করেছেন (এবং এটির অনুবাদ অনেকটাই যান্ত্রিক অনুবাদের মত) ও আপনার অধিকাংশ সম্পাদনাই ব্যবহারকারী নামস্থান কেন্দ্রীক। এমতাবস্থা আমি আপনাকে এই অধিকারটি প্রদাণ করতে পারছি না বলে দুঃখিত। নিয়মিত আবদান রাখুন বা নিবন্ধ তৈরি করুন, অধিকারটি এমনিতেই পেয়ে যাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:১৮, ২১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Shahadat.natore6400[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি নিয়মিত বাংলা উইকিপিডিয়াতে চলচ্চিত্র, জীবনী ও আরো বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধ যোগ ও নিবন্ধের মানোন্নয়নে কাজ করছি। আমার উকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারনা রয়েছে। আমি আমার লেখায়ও কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালাগুলো মেনে চলি। তা ছাড়া উইকিপিডিয়ায় সম্পাদনা ও বিষয়বস্তু যোগের ক্ষেত্রে তা মেনে চলি। এছাড়া আমি কখনো কোন নিবন্ধে কোন অবাঞ্ছিত লেখা যোগ করি নি। আমি এই উইকি-তে খুবই অল্প সময়ে সর্বমোট ১০০০ এর মত সম্পাদনা করেছি। সেই সাথে ৩০টির মত নিবন্ধ তৈরি করেছি। এছারাও সামনে আরও ১৪টি নিবন্ধ তৈরি করব, যা প্রস্তুত করছি। এখন আমি মনে করি বাংলা মাতৃভাষা হওয়ায় আমার নিজের তৈরি নিবন্ধ ও নিজের সম্পাদনা পরিক্ষিত বলে চিহ্নিত করার সামর্থ্য ও যোগ্যতা আমার আছে। তাই আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার-টি আবেদন করছি। Shahadat.natore6400 (আলাপ) ১৩:০১, ৩০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি আপনার সম্পাদনাগুলি পর্যালোচনা করেই আপনাকে এই অধিকারটি এই মুহুর্তে দেওয়া গেল না। এই অধিকারটি তাদেরই দেয়া হয় যাদের সম্পাদনা ইতিহাসে এই বিশ্বাস প্রকাশ পেয়েছে যে, তাঁরা মানসম্মত, সম্পূর্ণ নিবন্ধ লিখেন। আপনার তৈরী নিবন্ধগুলিতে অনেক সময় উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠিত হচ্ছে না। তথ্যসূত্রও অনেক ক্ষেত্রে থাকছে না বা নিরপেক্ষ থাকছে না। হতাশ হবেন না, নিয়মিত সম্পাদনা চালিয়ে যান। আশা করি খুব শীঘ্রই আপনি এই অধিকার পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। --