উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০১৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পূর্ণেন্দু কর্মকার[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যদি আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার পাই তাহলে আমি বাংলা উইকিপিডিয়াতে আরো নতুন কিছু গুরুত্বপূর্ণ পাতা যোগ করতে পারি। আমি কোনদিনও অবাঞ্ছিত লেখা যোগ করবনা, কারণ আমি বিশেষভাবে অবগত আছি যে উইকিপিডিয়া একটি অতি দরকারী ও গুরুত্বপূর্ণ স্থান। যদিও উইকিপিডিয়াতে আমি বেশ নতুন, তবু আশা রইল যে আমার আবেদন নামঞ্জুর হবেনা। ধন্যবাদ। Purnendu karmakar (আলাপ) ০৫:২০, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়াতে নতুন পাতা তৈরি করতে কোন ধরনের অধিকারের প্রয়োজন হয় না। তাই স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার না থাকলেও আপনি নিবন্ধ তৈরি করতে পারেন। একজন ব্যবহারকারী উইকিপিডিয়াতে তার কর্মকাণ্ডের উপরে ভিত্তি করেই এই ধরনের অধিকার পেয়ে থাকেন। সেক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই তা অবদানের মান এবং সংখ্যা দিয়ে প্রশাসকসহ অন্যান্য ব্যবহারকারীদের বিশ্বস্ততা অর্জন করতে হয়। বাংলা উইকিপিডিয়াতে আপনি নতুন। আপনার সম্পাদনা সংখ্যাও বেশি নয়, ফলে এই অধিকার দেওয়ার জন্য আপনার সম্পাদনার মান এবং গ্রহনযোগ্যতা যাচাই করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে উইকিপিডিয়ায় আপনি আরও স্বক্রিয় হোন এবং উইকিপিডিয়ার মানোন্নয়নে গঠনমূলক এবং মানসম্মত সম্পাদনা করুন। এবং পরে পুনরায় আবার আবেদন করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:০৪, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]