বাংলাদেশে টেক্সটাইল শিক্ষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেক্সটাইল শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি সম্ভাবনাময় দিক। টেক্সটাইল শিল্পের বিকাশের লক্ষ্যে টেক্সটাইল শিক্ষার জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, কলেজ, ইন্সটিটিউট গড়ে উঠেছে।

সরকারি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং)[সম্পাদনা]

কলেজ (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং)[সম্পাদনা]

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট ও কলেজসমূহ[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট ও কলেজসমূহ:[২]

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০টি টেক্সটাইল প্রকৌশল কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে টেক্সটাইল প্রকৌশলে বিএসসি ডিগ্রি প্রদান করা হয়।

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ[সম্পাদনা]

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী, টাংগাইল একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (কারিগরি শিক্ষার্থী) শিক্ষার্থীদের জন্য বিএসসি ডিগ্রি প্রদান করা হয়।

বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট[সম্পাদনা]

বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট,নরসিংদী বুটেক্স অধিভুক্ত বস্ত্রকৌশল ক্ষেত্রের তৃণমূল পর্যায়ের একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। কারিগরি শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক দেখভাল করা হয়। বস্ত্র অধিদপ্তরের নেতৃত্বে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণ মূলক বিভিন্ন পদক্ষেপ ও যুগোপযুগী প্রকল্প বাস্তবায়নকার্যে বুটেক্সের কার্যকরী দিকনির্দেশনার আলোকে এই প্রতিষ্ঠানটি সর্বদাই সরব ভূমিকা পালন করে থাকে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ:(বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য)[সম্পাদনা]

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে ৮টি টেক্সটাইল প্রকৌশল কলেজে সকল শিক্ষা-কার্যক্রম একযোগে বস্ত্র অধিদপ্তর (Department of Textiles-DOT) কর্তৃক পরিচালিত হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বস্ত্র অধিদপ্তর ৮টি কলেজের ভর্তি কার্যক্রম একটি পরীক্ষার মাধ্যমে পরিচালনা করে। ৮ টি কলেজে প্রাতিষ্ঠানিক কার্যক্রমও একই সাথে পরিচালনা করা হয় এবং প্রাতিষ্ঠানিক পরীক্ষাগুলোও একই সময়ে একই প্রশ্নপত্রে হয়ে থাকে।

  1. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম
  2. পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
  3. বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
  4. শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল
  5. শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
  6. ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর
  7. শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ
  8. শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর

সরকারি-বেসরকারি অংশীদার (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং)[সম্পাদনা]

  • জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট এই ইনস্টিটিউটটি নিটার নামে পরিচিত। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট এর অধীনে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বি.এস.সি ডিগ্রী প্রদান করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর অধীনে এবং BTMA দ্বারা পরিচালিত নিটার বর্তমানে বাংলাদেশ এর দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল শিক্ষাবিষয়ক ইনস্টিটিউট। যথাবিধ অনুযায়ী নিটার পূর্বে একটি সরকারি ইনস্টিটিউট ছিল যার নাম TIDC।

বর্তমানে এটি বাংলাদেশ এর সর্বপ্রথম এবং একমাত্র সরকারি-বেসরকারি অংশীদার এর সম্পৃক্ততায় একটি টেক্সটাইল শিক্ষাবিষয়ক ইনস্টিটিউট।[৩]

ইনস্টিটিউট(ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)[সম্পাদনা]

  1. দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট, পুলহাট, দিনাজপুর
  2. টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট, বাজিতপুর, টাঙ্গাইল
  3. বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট, গৌরনদী, বরিশাল
  4. নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোর
  5. রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট, রংপুর
  6. চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট, চট্টগ্রাম
  7. টেক্সটাইল ইনস্টিটিউট, লবনচরা, খুলনা
  8. বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী
  9. শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট,মান্দা,নওগাঁ

সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট ( এস.এস.সি সমমান )[সম্পাদনা]

  1. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , ঠাকুরগাঁও হাজীপাড়া, ঠাকুরগাঁও
  2. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , দিনাজপুর বিরামপুর, দিনাজপুর
  3. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , রংপুর জুম্মাপাড়া, রংপুর
  4. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , বগুড়া এজাজ সুপার মার্কেট, বনানী,বগুড়া
  5. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , রাজশাহী সিপাইপাড়া, রাজশাহী
  6. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , নাটোর গোপালপুর, লালপুর, নাটোর
  7. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , পাবনা অরনকোলা, ঈশ্বরদী, পাবনা
  8. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , জামালপুর বকশীগঞ্জ, জামালপুর
  9. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , ময়মনসিংহ গৌরীপুর, ময়মনসিংহ
  10. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , গাজীপুর শ্রীপুর, গাজীপুর
  11. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , মাদারীপুর মাঝবাড়ী, কোটালীপাড়া, গোপালগঞ্জ
  12. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , গোপালগঞ্জ রাজৈর, মাদারীপুর
  13. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , মুন্সীগঞ্জ মালখানগর, সিরাজদিখান, মুন্সীগঞ্জ
  14. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , নারায়ণগঞ্জ মিজমিজি, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ
  15. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , নরসিংদী কৃষ্ণপুর, মনোহরদী, নরসিংদী
  16. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , কুষ্টিয়া থানাপাড়া, কুষ্টিয়া
  17. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , যশোর শেখহাটি বাবলাতলা, যশোর
  18. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , খুলনা শেরেবাংলা রোড, গল্লামারি, খুলনা
  19. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , বাগেরহাট দশানী, বাগেরহাট
  20. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , পিরোজপুর পারেরহাট রোড পিরোজপুর
  21. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , ঝালকাঠি ৪৪, আড়ৎদার পট্টি, ঝালকাঠি
  22. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , বরগুণা চরকলোনী, বরগুণা
  23. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , পটুয়াখালী গলাচিপা, পটুয়াখালী
  24. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , বি-বাড়িয়া খড়মপুর, আখাউড়া, বি-বাড়িয়া
  25. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , কুমিল্লা ২৮৪, চম্পকনগর, কুমিল্লা
  26. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , লক্ষীপুর আটিয়াতলী, লক্ষিপুর
  27. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , রাঙ্গামাটি দক্ষিণ কালিন্দিপুর, টি এন্ড টি , এলাকা, রাঙ্গামাটি
  28. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , চট্টগাম ছদু চৌধুরী রোড, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম
  29. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , পার্বত্যজেলা বালুঘাটা, বান্দরবান, পাবর্ত্য জেলা.
  30. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , খাগড়াছড়ি শালবন, খাগড়াছড়ি
  31. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , গাইবান্ধা আর্দশপাড়া, বাংলাবাজার, গাইবান্ধা
  32. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , নওগাঁ রজাকপুর, নওগাঁ
  33. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , চাপাইনবাবগঞ্জ তাহেরপুর, চাপাইনবাবগঞ্জ
  34. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , সিরাজগঞ্জ তালগাছি, শাহজাদপুর, সিরাজগঞ্জ
  35. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , টাংগাইল কালিহাতি, টাংগাইল
  36. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , ফরিদপুর কমলাপুর, বায়তুল আমান, ফরিদপুর
  37. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , কক্সবাজার রামু, কক্সবাজার
  38. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , কিশোরগঞ্জ করমূলি, মারিয়া, কিশোরগঞ্জ
  39. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , নোয়াখালী গাবুয়া, নোয়াখালী
  40. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট , মানিকগঞ্জ চান্দুরা, গড়পাড়া, মানিকগঞ্জ
  41. টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, গফরগাঁও, ময়মনসিংহ
  42. টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, রামাইগাছি, নাটোর

বেসরকারি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং)[সম্পাদনা]

কলেজ (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং)[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladeh University of Textiles"butex.edu.bd। ২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫ 
  2. "Affiliated Colleges of Bangladesh University of Textiles – BUTEX"www.butex.edu.bd। সংগ্রহের তারিখ নভেম্বর ২৪, ২০২৩ 
  3. "National Institute of Textile Engineering and Research"niter.edu.bd