আইএফআইসি ব্যাংক পিএলসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আইএফআইসি ব্যাংক লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)
আইএফআইসি ব্যাংক পিএলসি
ধরনবেসরকারি বাণিজ্যিক ব্যাংক, (DSE IFIC)
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ (১৯৭৬)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
সালমান এফ. রহমান (চেয়ারম্যান)
এম.শাহ আলম সরোয়ার (ব্যবস্থাপনা পরিচালক)
পণ্যসমূহআর্থিক পরিষেবা,
রিটেইল ব্যাংকিং,
কর্পোরেট ব্যাংকিং,
এসএমই ব্যাংকিং,
বিনিয়োগ ব্যাংকিং
ওয়েবসাইটঅফিশিয়াল ওয়েবসাইট

আইএফআইসি ব্যাংক পিএলসি[২] বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক[৩][৪][৫] এটি ১৯৭৬ সালে যাত্রা শুরু করে। আইএফআইসি ব্যাংক ২০১৩ সালের নভেম্বরে একটি পূর্ণাঙ্গ ইসলামী বা শরিয়াহ-ভিত্তিক ব্যাংক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।[৬]

ইতিবৃত্ত[সম্পাদনা]

ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তা নিয়ে ১৯৭৬ সালে গঠিত হয়। ১৯৮৩ সালে সরকার ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেয়া শুরু করলে আইএফআইসি ব্যাংক পুরাপুরি বেসরকারি খাতে চলে যায়। বর্তমানে ব্যাংকটিতে ৩২.৭৫% শেয়ার সরকারের এবং বাকি অংশ পরিচালক, উদ্যোক্তা ও সাধারণ জনগণের।

কার্যক্রম[সম্পাদনা]

বর্তমানে ব্যাংকটি বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে -

  • রিটেইল ব্যাংকিং
  • কর্পোরেট ব্যাংকিং
  • এসএমই ব্যাংকিং
  • বিনিয়োগ ব্যাংকিং

শাখা[সম্পাদনা]

মোট শাখা সংখ্যা ১৭০ টি।[৭]

মোট উপশাখা সংখ্যা ১০৭৩ টি।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "milestone"। ২০ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪ 
  2. "Bangladesh on the Tipaimukh Dam: A print media analysis"The Daily Star। ২০১২-০২-১০। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯ 
  3. মোহাম্মদ আবদুল মজিদ (২০১২)। "ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. "Home loan now at single digit interest rate"Prothom Alo। ২০১৬-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯ 
  5. "IFIC Bank plans to build rural network"The Daily Star। ২০১৩-১১-২৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯ 
  6. Saha, Suman (২১ নভেম্বর ২০১৩)। "IFIC to become Islamic bank"The Daily Star 
  7. "Branches"আইএফআইসি ব্যাংক। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২১ 
  8. "Uposakha"আইএফআইসি ব্যাংক। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]