সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সাউদার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে পুনর্নির্দেশিত)
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
উন্নয়ন-এর জন্য শিক্ষা
নীতিবাক্যউন্নতশিক্ষা কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০২
প্রতিষ্ঠাতাসরওয়ার জাহান
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক
ডিনঅধ্যাপক ড. ইসরাত জাহান; অধ্যাপক ড. মনসুর আহমেদ; অধ্যাপক ড. শরিফ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২০০
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২০০
শিক্ষার্থী৫০০০
ঠিকানা
নিউ/৪৭১ বিশ্ববিদ্যালয় সড়ক, বায়েজিদ বোস্তামি
,
আরেফিন নগর, বায়েজিদ বোস্তামি;
, ,
৪২১০
,
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙগাঢ় নীল
ক্রীড়াবিষয়কফুটবল; ক্রিকেট, ব্যাটমিন্টন; টেবিল-টেনিস,
সংক্ষিপ্ত নামসার্দান ওয়ারিয়র
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.southern.edu.bd
মানচিত্র

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশের চট্টগ্রাম জেলার আরিফিন নগর, বায়োজিদ বোস্তামিতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

সাউদার্ন ইউনিভার্সিটি ১৯৯৮ সালে একটি ইনস্টিটিউট হিসাবে প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক সরওয়ার জাহান এই বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগতা এবং প্রতিষ্ঠাতা। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত হয় ২০০২ সালের ২৬শে নভেম্বর এবং আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৩ সালের ১৪ই জানুয়ারি। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সরকারি ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন" কর্তৃক স্বীকৃত। বিশ্ববিদ্যালয়টি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়।

অনুষদ সমূহ[সম্পাদনা]

ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা , সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ।

বিভাগ সমূহ[সম্পাদনা]

  • ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ; এম বি এ,)
  • কম্পিউটার বিজ্ঞান বিভাগ, (বি. এস; এম এস)
  • আইন বিভাগ, (এল এল বি; এল এল এম)
  • ইংরেজি বিভাগ, (বি এ; এম এ)
  • ফার্মেসি বিভাগ, (বি র্ফাম; এম র্ফাম)
  • যোগাযোগ প্রকৌশল বিভাগ, (বি এস)
  • ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ, (বি এস)
  • পুরকৌশল বিভাগ, (বি এস)
  • ইসলামি অধ্যয়ন ও ধর্ম বিভাগ (এম এ)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]