ডিডি বাংলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দূরদর্শন বাংলা
ডিডি বাংলার লোগো
উদ্বোধন১৯৭৫ (দূরদর্শন কেন্দ্র কলকাতা হিসেবে)
মালিকানাপ্রসার ভারতী (ভারত সরকার)
দেশভারত
প্রচারের স্থানভারত এবং এশিয়ার বিভিন্ন অংশে
প্রধান কার্যালয়কলকাতা
প্রতিস্থাপনদূরদর্শন কেন্দ্র কলকাতা

ডিডি বাংলা দূরদর্শনের একমাত্র ২৪ ঘণ্টার বাংলা উপগ্রহ চ্যানেল। এটি দূরদর্শনের কলকাতা, জলপাইগুড়ি এবং শান্তিনিকেতন কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়। ভারতে ১৯৫৯ খ্রিষ্টাব্দে টেলিভিশনের সূচনা হলেও পশ্চিমবঙ্গে প্রথম টেলিভিশনের আগমন ঘটে ১৯৭৫ সালের ৯ই আগস্ট

প্রারম্ভিক পর্যায়[সম্পাদনা]

১৯৭৫ সালের ৯ আগস্ট কলকাতার রাধা ফিল্ম স্টুডিও থেকে এটির যাত্রা শুরু হয়। এটি পূর্বে ডিডি-৭ এবং ডিডি ন্যাশনাল কলকাতা নামে পরিচিত ছিল।

বহিঃসংযোগ[সম্পাদনা]