বল্লালেশ্বর মন্দির

স্থানাঙ্ক: ১৮°৩২′৮.২৬″ উত্তর ৭৩°১৩′২৬.৬৪″ পূর্ব / ১৮.৫৩৫৬২৭৮° উত্তর ৭৩.২২৪০৬৬৭° পূর্ব / 18.5356278; 73.2240667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বল্লালেশ্বর, পালি

বল্লালেশ্বর হল গণেশের আটটি অষ্টবিনায়ক মন্দিরের অন্যতম। অষ্টবিনায়ক মন্দিরগুলির মধ্যে এই একটি মন্দিরেই গণেশের কোনো একটি অবতার তার ভক্তের নামে পরিচিত। এই মন্দিরটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলার কারজাত থেকে ৩০ কিলোমিটার দূরে পালি গ্রামে অবস্থিত। মন্দিরটি সরসগড় দুর্গ ও অম্বা নদীর মধ্যে অবস্থিত।

বহিঃসংযোগ[সম্পাদনা]