আলাপ:সাঁওতাল বিদ্রোহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চানকু এই বিদ্রোহ এর নেতা নয়[সম্পাদনা]

চানকু মাহাতো কুড়মি জাতির মানুষ, চানকু মাহাতো গড্ডা জেলাতে কৃষক বিদ্রোহ করেছিল। কিছু লোক মিথ্যা তথ্য দিয়ে চানকু কে এই বিদ্রোহ এর নেতা হিসেবে উল্লেখ করেছেন। আপনি যে উৎস দিয়ে চানকু কে এই বিদ্রোহ এর নেতা বা সহীদ বলছেন তা ব্রিটিস সরকার এর কোনো বই বা গেজেট এর নয়। ভারত সরকার স্বীকৃত কোনো বই বা ডকুমেন্টস এ চানকু মাহাতো কে হুল বিদ্রোহ এর নেতা হিসেবে বলেনি। সুতরাং চানকু মাহাতো কোনোদিনও এই বিদ্রোহ এর নেতা বা সহীদ কোনোটাই ছিল না। কুড়মি জাতির চানকু মাহাতো গড্ডা জেলায় কৃষক বিদ্রোহ এর নেতা ও সহিদ ছিল, এই বিদ্রোহ হুল বিদ্রোহ এর সমকালীন সময় এ হয়েছিল তাই কিছুজন ইচ্ছাকৃত ভাবে চানকু কে মিথ্যা তথ্য দিয়ে বই লিখে হুল বিদ্রোহ এর নেতা বানাতে চাইছে । নিরপেক্ষতা বজায় রাখার জন্য চানকু এর নাম দ্রুত মুছে ফেলা দরকার AkashRajputDelhi (আলাপ) ১৭:৩৮, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

মিস্টার ফরহান আহমেদ রিপ্লাই দিন কেন কিছু বিতর্কিত লোক কে এই বিদ্রোহ এর নেতা বানাতে চাইছেন AkashRajputDelhi (আলাপ) ০৭:৩৫, ২ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]