গ্রুব-ছেন-নাম-ম্খা'-র্গ্যাল-ম্ত্শান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রুব-ছেন-নাম-ম্খা'-র্গ্যাল-ম্ত্শান

গ্রুব-ছেন-নাম-ম্খা'-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: grub chen nam mkha' rgyal mtshan) (১৩২৬-১৪০১) তিব্বতের একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন যিনি ফ্যাগ-র্দোর বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন।

জন্ম[সম্পাদনা]

গ্রুব-ছেন-নাম-ম্খা'-র্গ্যাল-ম্ত্শান ১৩২৬ খ্রিষ্টাব্দে ল্হো-ব্রাগ অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতা স্লোব-দ্পোন-নাম-খা-ব্জাং-পো (ওয়াইলি: slob dpon nam kha bzang po) একজন র্ন্যিং-মা শিক্ষক ছিলেন। তার মাতার নাম ছিল রিন-ছেন-র্গ্যান (ওয়াইলি: rin chen rgyan)।[১]

শিক্ষা ও দীক্ষা[সম্পাদনা]

ল্হো-ব্রাগ-র্গ্যাল-স্রাস-ব্জাং-পো নামক এক বৌদ্ধ ভিক্ষুর নিকট সাত বছর বয়সে তিনি উপাসকের দীক্ষা ও দশ বছর বয়সে শিক্ষার্থীর দীক্ষা গ্রহণ করেন এবং লাম-রিম ও মহাকরুণা সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন। পনেরো বছর বয়সে তিনি বিনয় সম্বন্ধে শিক্ষালাভ করেন এবং চার বছর পর লাসা গিয়ে ম্খান-পো-ব্ক্রা-শিস-গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: mkhan po bkra shis rgyal mtshan) নামক বৌদ্ধ ভিক্ষুর নিকট ভিক্ষুর শপথ ও লাম-রিম সম্বন্ধে শিক্ষা নেন। এই সময় তিনি রি-জাংস-র্দোগ-পা (ওয়াইলি: ri zangs rdog pa) এবং ব্দে-বা'ই-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: bde ba'i 'byung gnas) নামক দুই ভিক্ষুর নিকট তন্ত্রশিক্ষা করেন।[১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

পরবর্তীকালে তিনি স্গ্রো-বা-দ্গোন (ওয়াইলি: sgro ba dgon) নামক একটি ছোট বৌদ্ধবিহারের প্রধান হিসেবে নিযুক্ত হন। তিনি ফ্যাগ-র্দোর (ওয়াইলি: phyad rdor) নামক একটি বৌদ্ধবিহার স্থাপন করেন। ১৩৯৫ খ্রিষ্টাব্দে ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা নামক বিখ্যাত তিব্বতী পণ্ডিতকে লাম-রিমতন্ত্র সম্পর্কে শিক্ষা দান করেন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (2010-08)। "Drubchen Namkha Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-01-09  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Repo, Joona (2011-08)। "Tsongkhapa Lobzang Drakpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-01-09  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)