আলাপ:মুহাম্মদ ইব্রাহিম (পদার্থবিজ্ঞানী)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওনার সম্পর্কে আরও কিছু যোগ করতে হবে। ডঃ ইউনুসের ভাই বললে তিনি Notable ক্যাটাগরিতে পরেন না।--বেলায়েত ০৪:৪৬, ২০ এপ্রিল ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

উনি আসলে স্বগুণেই গুণান্বিত। ছোটবেলা থেকেই উনার অনুষ্ঠান টিভিতে দেখছি, বিজ্ঞানের উপরে। আর সত্তরের দশক থেকেই উনি বিজ্ঞান জনপ্রিয়করণের আন্দোলনের উপরে কাজ করে আসছেন। --রাগিব (আলাপ | অবদান) ০৫:২৭, ২০ এপ্রিল ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
উনি সাধারণদের মাঝে বিজ্ঞান জনপ্রিয়করণের কাজ করেন। আমাদের কলেজ থেকে তার প্রতিষ্ঠিত বিজ্ঞান গবেষণাগারে শিক্ষা সফরে নেয়া হত। আমার কাছে উনি মুহাম্মদ ইউনুসের চেয়ে বস। আমাদের বিজ্ঞন প্রবেশদ্বারে "বিজ্ঞান চেতনা" নামে যে সাময়িকীর উল্লেখ করা হয়েছে তার সম্পাদক তিনি। -- মুহাম্মদ ১১:৩৮, ২০ এপ্রিল ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
ওনার সম্পর্কে এখানে যা যা লেখেছেন দয়া করে তা ওনার নিবন্ধে লেখেন। যদি তার সম্পর্কে আপনি জেনে থাকেন তাহলে তার সম্পর্কে দু লাইন লিখে দিলেই তো হয়। শুধু তার নাম দিয়েতো বোঝার উপায় নাই যে তিনি এত কিছু করেছেন। দয়া করে তা কাজেরও গুণগান গান।--বেলায়েত ১১:৫৭, ২০ এপ্রিল ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
Sorry! আমি কিছু যোগ করে দিচ্ছি। যতটুকু জানি। -- মুহাম্মদ ১২:১৬, ২০ এপ্রিল ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]