সুম-পা-লো-ত্সা-বা-দার-মা-য়োন-তান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুম-পা-লো-ত্সা-বা-দার-মা-য়োন-তান

সুম-পা-লো-ত্সা-বা-দার-মা-য়োন-তান (ওয়াইলি: sum pa lo tsA ba dar ma yon tan) দ্বাদশ শতাব্দীর একজন তিব্বতী অনুবাদক ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

সুম-পা-লো-ত্সা-বা-দার-মা-য়োন-তান ইয়ার্লুং নদীত দক্ষিণ তীরে অবস্থিত রোং নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি নেপাল যাত্রা করে জয়সেন নামক এক পন্ডিতের সাথে ডাকার্ণব তন্ত্র সরহ পার টীকাভাষ্যগুলি অনুবাদ করেন। তিনি সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের পঞ্চম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানের শিক্ষক ছিলেন। র্গুদ-স্দে-কুন-ব্তুস (ওয়াইলি: rgyud sde kun btus) গ্রন্থানুসারে তিনি গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানকে ডাকার্ণব তন্ত্র সম্বন্ধে শিক্ষাদান করেন।[১]

আরো পড়ুন[সম্পাদনা]

  • Davidson, Ronald. 2005. Tibetan Renaissance. New York: Columbia University Press, p. 345.
  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 388–389.

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (2010-04)। "Sumpa Lotsāwa Darma Yonten"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-12  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)