বেকেরিয়ার যুদ্ধ (১৯০৪)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেকেরিয়ার যুদ্ধ
মূল যুদ্ধ: সৌদি-রশিদি যুদ্ধ
তারিখ১৫ জুন ১৯০৪
অবস্থান
ফলাফল রিয়াদ আমিরাতের বিজয়
বিবাদমান পক্ষ
আল রশিদ নজদ ও হাসা আমিরাত
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
আবদুল আজিজ বিন মিতাব আবদুল আজিজ ইবনে সৌদ
শক্তি
২০,০০০ ১২,০০০
হতাহত ও ক্ষয়ক্ষতি
১,৩০০ ৯০০

বেকেরিয়ার যুদ্ধ (১৫ জুন ১৯০৪) সৌদি আরবের একত্রীকরণ সময়কার একটি গুরুত্বপূর্ণ সৌদি-রশিদি যুদ্ধ। ১৯০৪ সালের জুনে কাসিম অঞ্চলের বেকেরিয়া শহরে এই যুদ্ধ সংঘটিত হয়। দিলামের যুদ্ধে ইবনে সৌদের বিজয়ের পর রশিদ ও তাদের মিত্র উসমানীয়দের দুর্বল করার জন্য তিনি কাসিম দখল করার মাধ্যমে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে সচেষ্ট হন। এই যুদ্ধে সৌদিরা বিজয়ে হয়। দুই পক্ষে যথেষ্ট পরিমাণে হতাহতের ঘটনা ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]