ব্ল্যাক ভেইল ব্রাইডস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্ল্যাক ভেইল ব্রাইডস
Black Veil Brides
ব্ল্যাক ভেইল ব্রাইডস
প্রাথমিক তথ্য
উদ্ভবওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরন
কার্যকাল২০০৬ (2006)–বর্তমান
লেবেল
সদস্য
  • এন্ডি বিরস্যাক (Andy Biersack)
  • অ্যাশলে পার্ডি (Ashley Purdy)
  • জিনক্স (Jinxx)
  • জেইক পিটস (Jake Pitts)
  • ক্রিস্টিয়ান সিসি কোমা (Christian "CC" Coma)
ওয়েবসাইটwww.blackveilbrides.net

ব্ল্যাক ভেইল ব্রাইডস মূলতঃ হলিউড ভিত্তিক আমেরিকান রক ব্যান্ড। ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাস্ট্রে এই ব্যান্ডের জন্ম।[১] ব্ল্যাক ভেইল ব্রাইডসএর সদস্যরা নিজেদের কালো মেকআপ,বডি পেইন্টিং, লম্বা চুল ও কালো রঙের আঁটসাঁট পোশাকের জন্য আলাদাভাবে পরিচিত। তাঁদের এই বেশভূষা আরেকটি জনপ্রিয় ব্যান্ড কিস(KISS) এবং ১৯৮০ এর অন্যান্য গ্লাম মেটাল ব্যান্ড থেকে অনুপ্রাণিত।[২]

ইতিহাস[সম্পাদনা]

এন্ডি বিরস্যাক (Andy Biersack) এর হাত ধরে ২০০৬ সালে ব্ল্যাক ভেইল ব্রাইডসের সূচনা হয়। ব্যান্ডটির নামকরণের ব্যাপারে এন্ডি জানান যে, রোমান ক্যাথলিক হতে অনুপ্রাণিত হয়ে তাঁদের গানের দলের নামকরণ করা হয়েছে। ব্যান্ডটি গড়ে তোলার কিছুদিন পরেই এন্ডি ওহাইও থেকে চলে আসে। ২০০৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে একই নামে আরেকটি গানের দল গঠন করে এবং স্ট্যানবাই রেকর্ডস (StanBy Records) এর সাথে চুক্তিবদ্ধ হয়। ২০০৯ খ্রিস্টাব্দেই দলটি তাঁদের প্রথম ইউএস ট্যুর অন লেদার উয়িংস সম্পন্ন করে।[৩] ২০১০ খ্রিস্টাব্দের ২০শে জুলাই ব্ল্যাক ভেইল ব্রাইডস এর প্রথম অ্যালবাম বাজারে আসে। প্রথম সপ্তাহেই এলবামটির ১০,০০০ কপি বিক্রি হয় এবং বিলবোর্ড টপ ২০০ চার্টে ৩৬ তম স্থান দখল করে।[৪] একই সময়ে অ্যালবামটি বিলবোর্ড ইন্ডিপেন্ডেন্ট চার্ট এ প্রথম স্থান অধিকার করে রাখে।[৫]

গীতিকথা ও বার্তা[সম্পাদনা]

ব্ল্যাক ভেইল ব্রাইডস এর গীতিকথা মূলতঃ সেই সকল মানুষদের লক্ষ্য করে, যারা নিজেদেরকে সমাজচ্যুত বলে ভাবে। এই ব্যাপারে দলটির বেইস গীটারিস্ট একটি ইন্টারভিউয়ে বলেন,

We carry a message of believing in yourself and letting no one tell you otherwise. We stand up for the underdog and the disenfranchised. Anything strange, odd, or unique… we embrace that. So basically standing up for yourself; have fun and live your life how you choose. You only have one life, make the most of it

[৬]

স্টুডিও অ্যালবাম[সম্পাদনা]

  1. উই স্টিচ দিজ ওউন্ডস (২০১০)
  2. সেট দ্যা ওয়ার্ল্ড অন ফায়ার (২০১১)
  3. রেচড অ্যান্ড ডিভাইনঃ দ্যা স্টোরি অব দ্যা ওয়াইল্ড ওয়ান (২০১৩)
  4. ব্ল্যাক ভেইল ব্রাইডস IV (২০১৪)

ভ্রমণ(২০০৯-২০১০)[সম্পাদনা]

  • অন লেদার উয়িংস ট্যুর (ডিসেম্বর ২০০৯)
  • রয়াল ফ্যামিলি ক্লথিংস ট্যুর (মার্চ-এপ্রিল ২০১০)
  • স্যাক্রেড সেরিমনি ট্যুর (জুলাই-আগস্ট২০১০)
  • এন্টারটেইনমেন্ট অর ডেথ ট্যুর (অক্টোবর-নভেম্বর ২০১০)
  • পিনস অ্যান্ড নীডলস ট্যুর (নভেম্বর ২০১০)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Set the World on Fire – Black Veil Brides : Songs, Reviews, Credits, Awards" অলমিউজিক ডটকম
  2. http://www.allmusic.com/album/set-the-world-on-fire-r2187537/
  3. ""Black Veil Brides at The Crofoot". সিবিএস লোকাল ডেট্রয়েট ইভেন্টস"। ১০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫ 
  4. উই স্টিচ দিজ ওউন্ডস
  5. বিলবোর্ড ইন্ডিপেন্ডেন্ট চার্ট ২০১০
  6. "ব্ল্যাক ভেইল ব্রাইডস এর ইন্টারভিউ"। ৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]